গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ
1 min readএন এম সিকদার: গণবিজ্ঞপ্তিতে বলা হয় সন্ধ্যা ৬টা থেকে সমগ্র ঘুমধুম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ লকডাউন বলবৎ থাকবে।
এছাড়াও লকডাউন চলাকালে ঘুমধুম ইউনিয়ন থেকে কেউ বাইরে যেতে কিংবা অন্য এলাকা থেকে কেউ ঘুমধুম প্রবেশ করতে পারবে না। জরুরি পরিষেবা ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ আরও জানান, ইতোমধ্যেই ঘুমধুমে প্রতিটি প্রবেশদ্বারে বসানো নিরাপত্তা চৌকি আরো বেশি সতর্ক ও সক্রিয় করা হয়েছে। সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে ঘুমধুম ইউনিয়নের প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে।
এর আগে বুধবার করোনা প্রতিরোধে বিজিবির সাথে এক বৈঠকে সকলের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।