করোনা সংকটে নবীগঞ্জে পাঁচ মৌজা ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে'র আড়াই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

করোনা সংকটে নবীগঞ্জে পাঁচ মৌজা ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র আড়াই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

1 min read

আশাহীদ আলী আশা।। 
করেনা সংকটে গৃহবন্দি অভাবগ্রস্থ, গরীব অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যস্থ সামাজিক সংগঠন “পাঁচ মৌজা ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে” নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত উক্ত সামাজিক সংঘটনের উদ্যোগে ১৬ এপ্রিল দুপুর ১২টায় আড়াই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয।

পাঁচ মৌজা ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুল হান্নান,সভাপতি সুরুজ্জামান মান্নান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ ময়নূল ইসলাম জিতু সহ সদস্যদের আর্থিক সহায়তায় উপজেলার দাউদপুর,বোয়াল জুর,কারখানা, বহরমপুর, রঘু দাউদপুর ও দরবেশ পুর গ্রামের ২শত ৫০টি পরিবারের অভাবগ্রস্থ, কর্মহীন ও অসহায় সুবিধাভুগী মানুষের মধ্যে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেজি পিয়াজ,১কেজি আলু, ১টি লাইফবয় সাবান ও ১ লিটার ভোজ্য তেল বিতরণ করা হয়। দাউদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল,দীঘল বাক ইউপি’র ৯ নং ওয়ার্ড মেম্বার ফখরুল ইসলাম জুয়েল,বিশিষ্ট মুরব্বি খালিছ মিয়া,হাজী আব্দুল রউফ,হাজী মানিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু ছালেহ জীবন, নুনু মিয়া,নূর মিয়া,আব্দুল বাহার,নজরুল ইসলাম,কাজল মিয়া, অজয় সুত্রধর ও আবু ইউসূফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.