এম মুহিব আলী মাষ্টার অসুস্থ, এজিআইসিও’র দোয়া কামনা
1 min readএম এবাদুর রহমান খান, বিয়ানীবাজার প্রতিনিধি : আন্তর্জাতিক মানবতাবাদী সংস্থা আল গণী ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন (এজিআইসিও) এর অন্যতম উপদেষ্টা, তাবলীগ জামাতের একনিষ্ঠ অনুসারী অবসর প্রাপ্ত শিক্ষক এম মুহিব আলী মাষ্টার গুরুতর অসুস্থ। সকলের কাছে দোয়া চেয়েছেন আল গণী ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হোসাইন।
অবসর প্রাপ্ত শিক্ষক এম মুহিব আলী ছিলেন এজিআইসিও’র চেয়ারম্যান এম এ হুসাইনের মামা। এম মুহিব আলী মাষ্টার প্রথমে ডিএম স্কুলের সন্নিকটে উত্তর ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন অতি সুনামের সহিত নিষ্ঠার সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে আলীনগর গ্রামের সুরমা নদীর তীরবর্তী ঢাকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকরি করে অতি সম্মানের সহিত এই স্কুল হতে অবসর গ্রহণ করেন। অবসর প্রাপ্ত শিক্ষক এম মুহিব আলী’র বাড়ি গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর (ভুটিটিকর) গ্রামে।
এজিআইসিও’র চেয়ারম্যান এম এ হুসাইন স্মৃতি চারণ করতে গিয়ে তিনি বলেন, এক সময় বিএ পাশ করে চাকুরী জীবন নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। সেই সময় মামা আমাকে বলেন ভাগ্না আমি তোমাকে একটি চাকরি দিলে তুমি কি তা করবে? আমি বললাম কি চাকরি মামা! তিনি বলেন শিক্ষকতা! গোলাপগঞ্জ উপজেলায় বারোকুট নিছিন খরদাপাড়া সংক্ষেপ বিএনকে হাইস্কুলে শিক্ষকতা পেশা। আমি বলেছিলাম ইনশাআল্লাহ মামা।
মামার দেওয়া চাকরি দিয়ে শুরু হলো আমার শিক্ষকতা পেশার কর্ম জীবন। সেই স্মৃতি কেন জানি বারবার মনে পড়েছে। সেই মামার নিকট আমি চিরকাল কৃতজ্ঞ ও চিরঋণী হয়ে আছি। তিনি আমাকে বড়োই স্নেহ মমতা করতেন। দেশে গেলেই তিনি আমাকে দেখতে আসতেন। সকলের নিকট তিনি ছিলেন অতি জনপ্রিয় সর্বজন ও শ্রদ্ধেয়। আমার মামা এম মুহিব আলী মাষ্টার দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার আলো বিতরণ করে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আজ তিনি জীবনসান্নে উপনীত হয়েছেন।
বিয়ানীবাজার উপজেলার মাঝে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। শিক্ষার আলো বিতরণ করতে কোন হুমকি ধামকিকে তিনি ভয় করতেন না। তিনির নিকট হতে শিক্ষার আলো গ্রহণ করেছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার অসংখ্য অগণিত ছাত্র-ছাত্রী। আজ তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশ ও জাতির সেবায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।