অসহায় পরিবারের পাশে খাদ্যসামগ্রী নিয়ে সুরমা ভিউ পরিবার
1 min readনিজস্ব প্রতিনিধি।।
ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। মরণঘাতী এ ভাইরাস থেকে রক্ষা পেতে ঘরবন্দি হয়ে আছে মানুষ। করোনায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা। মধ্যবিত্ত পরিবার সহ খেটে খাওয়া এসব মানুষ এখন নিরুপায় হয়ে হাত গুটিয়ে বাড়িতে বসে আছেন।
এসব কর্মহীনদের মধ্যে ২য় দফায় সুরমাভিউ টোয়েন্টিফোর ডটকম এর তহবিল থেকে আজ(১৬ এপ্রিল) বৃহস্পতিবার সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় এলাকায় (ফারিহা ভিলা)′য় অর্ধশত মধ্যবিত্ত ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম′র উপদেষ্টা যুক্তরাজ্য সাসেক্স যুবলীগের সভাপতি ফয়সল আম্বিয়া টিটু, সুরমা ভিউ টোয়েন্টিফোর এর সম্পাদক এমদাদুল হক সোহাগ, মফস্বল ইনচার্জ আবু জাবের, উপ-সম্পাদক জাকুয়ান কোরেশি, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক নাট্যকার ও অভিনেতা,মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার,মদন মোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ কয়েছ এর আর্থিক সহায়তায় আজকের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সুরমাভিউ টোয়েন্টিফোর ডটকম′র সম্পাদক এমদাদুল হক সোহাগ, কাকুয়ারপাড় এলাকার বিশিষ্ট মুরুব্বি উস্তার আলী, সুরমাভিউ টোয়েন্টিফোর ডটকমের মফস্বল ইনচার্জ আবু জাবের, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক নাট্যকার ও অভিনেতা,মো ইমতিয়াজ কামরান তালুকদার, তরুণ সমাজ সেবক রাসেল আহম,রেজওয়ান আহমদ, প্রমুখ।