৮ম দিনের মত গোয়াইনঘাটে জমিয়তের ত্রাণ সহায়তা অব্যাহত
1 min readআবু তালহা তোফায়েল :: ৮ম দিনের মত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আজ ১৫ এপ্রিল (বুধবার) উপজেলার বিভিন্ন অঞ্চলে।
উপজেলার মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ বর্তমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিপাকে পড়ছে পরিবার নিয়ে। সংকটময় সময়ে গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ নীরবে তাদের বাড়িতে চালসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তার প্রতিনিধিদের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন।
তিনি বলেন কর্মহীন অসহায় দুঃখী মেহনতী দিনমজুর মানুষের মাঝে এবং মধ্যবিত্তদের মাঝে যারা বর্তমান পরিস্থিতিতে দুর্ভোগে দিনযাপন করছে, তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। তাই সাধ্যনোযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। এসময় তিনি আরো বলেন, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনের জন্যে অনুপ্রেরণা দেয়। মানুষের সেবা করতে এবং তার কষ্ট, অসুবিধা দূর করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। মানবসেবা হচ্ছে উত্তম সেবা। আমাদের সমাজের সকল বিত্তশালীদের উচিত মানুষের দুঃখে কষ্টে পাশে থাকা, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।