লেখা আহ্বান; প্রকাশ হতে যাচ্ছে সদরে জমিয়ত আব্দুল মোমিন ইমামবাড়ির জীবনীগ্রন্থ
1 min readসীমান্ত ডেস্ক :: খলিফায়ে মাদানী, সদরে জমিয়ত শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী রহঃ এর জীবনী শায়খের জীবদ্দশায় হযরতের কাছ থেকে এজাজত নিয়ে হযরতের কাছ থেকে জেনে কিছু লিখেছিলেন শায়খের নাতী মাওলানা মুহিউদ্দীন আল মুমিন। ইনশাআল্লাহ শিঘ্রই বাকি অংশগুলো লেখা শুরু করবেন। যদি শায়খের সম্পর্কে আপনাদের কোন স্মৃতিচারণ লিখা দিতে চান দিতে পারেন। যেকেউ হযরতকে নিয়ে তার জীবদ্দশায় ঘটে যাওয়া কোনো একটি অজানা ঘটনা, কাহিনী বা গল্প লিখে দিতে পারেন।
লিখার সাথে আপনার নাম,ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না।
লিখা পাঠানোর ঠিকানাঃ- mohiuddiin201@gmail.com অথবা মাওলানা মুহিউদ্দীন আল মুমিনের ফেইসবুক ম্যাসেঞ্জারেও দিতে পারেন।
ফেইসবুুক লিংক- https://www.facebook.com/adhartheke.alo.1