মাদ্রাসার ছাত্র (সাথী ভাইদের) সমীপে দু’কথা
1 min read[সালিম মাহমুদ বিন জহির]
মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ । করোনার ভাইরাসের কারনে হঠাৎ মাদ্রাসা বন্ধ হওয়ায়, অনেক মাদ্রাসার সম্মানিত উস্তাদগণ বেতন ছাড়াই খালি হাতে বাড়িতে যেতে হয়েছে।
অনেক শিক্ষক আছেন যাদের মাদ্রাসার বেতন ছাড়া অন্য কোন আয়ের উৎস নেই, তারা খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।
আমাদের উচিৎ উস্তাদদের খোঁজ খবর নেয়া। আমাদের মধ্যে অনেক ছাত্র ভাইদের সামর্থ আছে নিজ উস্তাদদের হাদিয়া স্বরুপ ৫০০/১০০০টাকা দেওয়ার, কিন্ত তা করছি না।
তারা লজ্জায় কাউকে বলতেও পারছে না, তাই আসুন আমরা সবাই নিজ নিজ উস্তাদদের খোঁজ খবর নিই।
অথবা দুই চার জন মিলে ১০০/২০০করে একত্রে ১০০০/২০০০হাজার যা পারি,
জমা করে উস্তাদদের ফোন করে বিকাশে পাঠাতে পারি।
বিশ জন ছাত্র মিলে একজন শিক্ষক চালানো অথবা জামাতের ছাত্ররা মিলে এক সাথে কাজ করতে পারি।
এবং আমাদের অনেক ছাত্র ভাইয়েরা প্রবাসে আছেন,
তাদের অনুরোধ করছি আপনারা নিজ নিজ উস্তাদদের একটু খোঁজ খবর নিন,
পারলে কিছু হাদিয়া পাঠিয়ে দিন।
অনেকে মনে করছি অল্পটাকা কিভাবে দেই, না ভাই লজ্জা নয় এখন এই অল্প কিছু টাকাই অনেক।
আমরা যারা উস্তদদের খোঁজ খবর নিচ্ছি তারা যদি উদ্যোগ নেই তাহলে হয়তো অনেক উস্তাদদের বুকভরা কষ্ট লাঘব হবে।
লেখক: সীমান্তের আহ্বানের রেঙ্গা মাদরাসা প্রতিনিধি।