মধ্য রাতে অসহায় মানুষের পাশে খাদ্য নিয়ে নাট্য অভিনেতা কামাল আহমেদ দুর্জয়
1 min readফয়ছল কাদির, সিলেট জেলা প্রতিনিধি।
সিলেটের জনপ্রিয় নাট্যঅভিনেতা ও দেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা পরিচালক, কামাল আহমেদ দুর্জয়।
করোনাভাইরাসের কারণে সৃষ্টি পরিস্থিতিতে সিলেট নগরের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোও হিমশিম খাচ্ছে। নিম্ন আয়ের মানুষের মতো তাদের অনেককে ভোগতে হচ্ছে খাদ্যসংকটে। পারিপার্শ্বিকতার কারণে তারা সাহায্যের হাতও পাততে পারছেন না। তবে তাদের বিষয়টি মাথায় রেখে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন, সিলেটের জনপ্রিয় নাট্যঅভিনেতা ও দেশ থিয়েটার সিলেটের পরিচালক কামাল আহমেদ দূর্জয়। নিজে ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। ফলে নিম্ন বিত্তদের পাশাপাশি মধ্য বিত্তরাও উপকৃত হচ্ছে তার এই উদ্যোগের মাধ্যমে,
সে নিজের মনে করে এই উদ্যোগ থেকে, কিছুটা পরিবার উপকৃত হবে #নিজে সুস্থ থাকতে হবে,অন্যকে সুস্থ রাখতে হবে।
সিলেট নগর ও এর আশপাশের এলাকার ৩০ টি পরিবারকে সাহায্য করেছেন। জানিয়ে তার দেশ থিয়েটার সিলেট এর পক্ষ থেকে এসব পরিবারকে সহযোগিতা করেন।’মানুষ মানুষের জন্য’- এ কথাটি আবার সত্য প্রমাণিত হচ্ছে। এ সহযোগিতা অব্যাহত থাকলে মানবতার জয় অবশ্যম্ভাবী। করোনাভাইরাস মোকাবেলায় রাজধানীসহ সারা দেশে অসহায়, দুস্থ ও দিনমজুরদের পাশে সহযোগিতার হাত বাড়াচ্ছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, তিনি আরো বলেন জয় হোক মানবতার,
সবার প্রতি মানবিক হাত বাড়িয়ে আহ্বান জানান।
ভাই নিউজ টা দিবেন ?