পটিয়ায় এমপি, ওসি, কাউন্সিলর ১নম্বর ওয়ার্ডে গভীর রাতে মানুষের খোঁজ খবর নিচ্ছেন
1 min readসেলিম চৌধুরী :: জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব শামসুল হক চৌধুরী ও থানার ওসি মোঃ বোরহান উদ্দিন ও পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক গভীর রাতেও জনগণের খোঁজ খবর নিচ্ছেন।সরেজমিনে দেখা যায় দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সাবেক সদর মহকুমা পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড অত্যান্ত গুরুত্বপূর্ণ।
কেননা এখানে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ লবণ শিল্প। এখানে বিভিন্ন জেলা উপজেলার হাজার হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও বাইপাসের মোড় সহ এলাকাটি ঘনবসতি এ কারণে বর্তমান সময়ে করোনাভাইরাস সংকট মহামারি মানুষের জটলা কমাতে একদিকে যেমন পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দিন অপরদিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লোক সমাগম কমাতে এ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে এলাকার লোকজনকে সচেতন করতে আপ্রাণ চেষ্টা করছে। স্থানীয় ব্যাবসায়ী ও সমাজ সেবক আবু তাহের চৌধুরী, পটিয়া পৌরসভা যুবলীগ নেতা মীর আবদুল আউয়াল, পৌর এলডিপি সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, ১ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গান্ধী, ক্ষুূদ্রু ব্যাবসায়ী এয়াকুব, ওয়ার্ড যুবলীগ নেতা নজরুল ইসলাম, জমির উদ্দীন এর সাথে কথা বলে তারা জানান ওসি কাউন্সিলর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা , সহকারী কমিশনার ভুমি (পটিয়া) ইনামুল হাসান সহ প্রশাসনের কর্মকর্তার সুনজর রয়েছে আমাদের এলাকায়। আমরা সচেতন যুবসমাজ দেশের মহামারী করেনা সংকট মোকাবেলা করতে এলাকার সবশ্রেণীর মানুষের কাছে আহবান আপনারা ঘরে থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন সামাজিক দুরত্ব বজায় রাখুন এ শ্লোগান সামনে রেখে এগিয়ে যেতে চাই সবাই বলি করোনাভাইরাসের সাথে যুব্দে জয়ী হতে হবে আমাদের। পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর সুদৃষ্টি রয়েছে বলে জানান কাউন্সিলর আবদুল খালেক তিনি বলেন প্রতিদিন মাননীয় হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী আমার এলাকার খোঁজ খবর নিচ্ছেন এবং উপহার সামগ্রী টিকমতন জনগণ পাচ্ছে কিনা খবর রাখছেন সুবিধা অসুবিধা হুইপ মহোদয়কে জানাতে বলেছেন। আমার ও পটিয়া পৌরসভার ও হুইপ শামসুল হক চৌধুরী পক্ষ থেকে এলাকার খাদ্য সামগ্রী পৌঁছেনো হয়েছে আরো প্রয়োনে এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে যাতে আমার
ওয়ার্ডে সরকারের নিয়ম আদেশ অমান্য না করে সেদিকে খেয়াল রাখছেন পটিয়ার এমপি হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী। স্থানীয় কাউন্সিলর হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর এ খোঁজ খবর নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।