নোয়াখালীতে অকারণে ঘোরাফেরা, ৪০জনকে অর্থদণ্ড
1 min read

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে অহেতুক ঘুরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে চৌমুহনী রেল স্টেশন থেকে ১০, চৌরাস্তা থেকে ১০, কাচারিবাড়ী মসজিদ এলাকা থেকে ৫, রঞ্জনবিবি থেকে ৫ ও জিরতলী বাংলা বাজার থেকে ৫জনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলমের আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২’শ টাকা করে অর্থদণ্ড করা হয়।
অপরদিকে হাতিয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. সালাম সারোয়ার জানান, উপজেলার ওছখালি বাজারের নিউ মার্কেট এলাকায় চা দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি প্রতিষ্ঠানকে একুশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পরে ওছখালির বিভিন্ন সড়কের অযথা ঘোরাফেরার করার অপরাধে ৫জনকে আটক করে ৫’শ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিদের্শনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।