দেশে ভুল তথ্য দিয়ে ৮০% অপ্রয়োজনীয় সিজার করানো হয়
1 min read
কাকলী আক্তার মৌ :: সিজার মানে; একজন মায়ের সারা জীবনের কান্না।
সিজারে যেমন থাকে জীবন হুমকির মুখে, তেমনি পরবর্তীতে ১টা মা অনেক কঠিন মুহুর্তে সময় কাটাতে হয়।
দেশে যে ভুল তথ্য দিয়ে ডাক্তাররা ৮০% সিজার করে অপ্রয়োজনীয়ভাবে, নরমাল প্রসব যেখানে সহজেই হয়, সেখানে ভুল তথ্য দিয়ে সিজার করানো হয়। এই তথ্যটা বেরিয়ে আসে বর্তমান পৃথিবীর এই কঠিন মুহুর্তে। করোনাভাইরাসের কারণেই তথ্যটা বেরিয়ে আসে।
করোনা কারো জন্য আশীর্বাদ-
কারো জন্য অভিশাপ হয়ে এসেছে।
এই মহামারীর কারণে দেশে প্রাইভেট ক্লিনিক,
ডায়াগনাস্টিক সেন্টার গুলো প্রায়ই বন্ধ;
সেই সাথে সিজার ও অযাচিত টেস্ট।
এখন কেউ এমন কথা বলে না যে,পানি ভেঙে গেছে, বাচ্চা শুকানায় পরে গেছে, বাচ্চা ময়লা খাচ্ছে, বাচ্চার অবস্থা ভাল না, সংকটাপন্ন, এখনি সিদ্ধান্ত নিতে হবে; এখন সিজার না করলে মা বাচ্চা উভয়ই মারা যাবে।
কারণ, যারা এ কথা বলত তারা সবাই- এখন গৃহবন্দী জীবন কাটাচ্ছে, তাই বলে প্রসব কিন্তু থেমে নেই। প্রতি মিনিটে, দেশে প্রসব হচ্ছে; তাও স্বাভাবিক।
করোনা প্রমাণ করে দিচ্ছে যে, দেশে অতীতে সংঘটিত ৮০% সিজারই অপ্রয়োজনী সিজার;
যা না করলেও হত।
এখন সবি কেন সাধারণ প্রসব হচ্ছে? সিজার নয় কেন?
কারণ, সুযোগ সন্ধানীরা মৃত্যুর ভয়ে ভীত, ঘরে বন্দী। একই সাথে বন্ধ কুটচাল, দূরভীসন্ধি।
হে দেশের খেটে খাওয়া মানুষ, বন্ধ চক্ষু খোলে জাগ্রত হও; সত্য বোঝার চেষ্টা কর। জ্ঞান খাটিয়ে সঠিক সিদ্ধান্ত নাও, বিবেকের কথা শ্রবন কর।
কেউ বললেই ভয় দেখালেই সিজার করতে যেও না। সিজার মায়ের জন্য মৃত্যু সম; যা আজীবন বহণ করে যায় একজন মা।
মহামারী করোনা আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে,শিখিয়ে,দেখিয়ে যাচ্ছে। তাই সচেতনতার এখনি সময়।
আমার মতের সাথে দ্বিমত হতেই পারে কেউ; তাই বলে সত্যটা মিথ্যা হবে না।