গোয়াইনঘাটে ঘন্টাব্যাপী বৃষ্টিহীন কালবৈশাখী হাওয়া; ব্যাপক ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যাবস্থা
1 min read
আহমদ উল কবির সাজু :: এ যেন মরু ঝড়। কোন বৃষ্টি নেই শধু প্রচন্ড বাতাস ধূলো আর বালু যেন মানুষের শ্বাসরুদ্ধকর অবস্থা। বুধবার (১৫ এপ্রিল) বেলা দুটা থেকে ৩টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে অনেক গাছপালা উপড়ে ফেলে, কাঁচা ঘরবাড়ির ক্ষতি সাধণ করে। আলীর গ্রামের আহমদ আলীর ঘরের টিন উড়িয়ে নেয়, পূর্ব পাড় জামে মসজিদেরও ক্ষতি সাধিত হয়। দুপুরের সময় ঝড় হওয়াতে হাওরে রাস্তাঘাটে গো-মহিষ নিয়ে বিপদে পড়েন লোকজন। এলাকার অনেকে প্রবিন লোকজন জানান বৃষ্টিহীন এমন দেখেনি। গোয়াইনঘাটে ৮মার্চ থেকে তিন দফা কালবৈশাখীর শিকার হলেন গোয়াইনঘাটবাসি। এ সময় থেকে বিদ্যুৎ বিহীন রয়েছে গোটা এলাকা।