ক্ষমতার অপব্যবহার নয়, নিজের ভিবেক খাঁটিয়ে একটু চিন্তা করুন - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

ক্ষমতার অপব্যবহার নয়, নিজের ভিবেক খাঁটিয়ে একটু চিন্তা করুন

1 min read

[কে এম, আতিকুর রহমান কামালী]

কলম যতই দামী হোক ভিতরে কালি না থাকলে “তা মূল্যহীন,
মানুষ যতই শিক্ষিত হোক ভিতরে বিবেক না থাকলে সে মূল্যহীন!

১. “রাষ্ট্রীয় ভাবে যাকে ফাঁসি দেয়া হয়, তাকে পোসমাডাম করার কোন প্রয়োজনই হয়না,
রাষ্ট্র কি এতই অভাবে যে অপরাধির কিডনি,চুখ, রাখাতে হবে?
তার যেমন বাঁচার অধিকার নেই তেমনি তার কোন কিছুই আমাদের প্রয়োজন নেই!
আচ্ছা একবার ভেবে দেখেছেন? এটা কোন ধরণের নেক্কারজনক কাজ, একটি লাশ যখন দাফন সম্পন্ন হয় তখন সে লাশকে তুলে মাথা- পা ভেঁঙ্গে পলিথিনের ভিতরে দের হাত করে তুলে নিয়ে যাওয়া।
এটা কোন সুশিক্ষিত সুশীল মানুষের কাজ হতে পারেনা।
একবার কি চিন্তা করেছে এমনতো তোমার বা আত্মিয়দের সাথে হতে পারে তখন কিভাবে শয্য করবে?
এমনিতেই করোনা ভাইরাসে বিশ্ব অচল এমন সময় সন্ত্রাসীদের কর্মকান্ড দেশে আরো ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসবে।

২. চিনি আর লবন দেখতে একইরকম হলেও স্বাদ কিন্তু ভিন্ন, ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একইরকম হলেও ব্যাবহার কিন্তু ভিন্ন!
• “মসজিদে নামাজ পড়তে পারবে ইমাম মোয়াজ্জেম সহ শুধু পাঁচজন। আর বাজার ব্যাংক খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত!
তারপরও ব্যাংক- বাজারে মানুষের অধিক জমায়েত হয়। তাতে কোন সমস্যা নাই সমস্যা শুধু নামাজ নিয়ে,
নামাজে পাঁচজনের বেশী হলেই করোনা ধরবে!
হায়রে বাংলাদেশের আইন…!!! এই নিয়মে আমি অবাক হয়ে যাই এখনও বাংলাদেশের মানুষ বেচে আছে.?

৩.📚 হাদিস দিয়ে তো মসজিদ বন্ধ করলেন,
📖এবার কোরআন দিয়ে চাউল চোরের হাত কাটবেন তো?.
•এদেশের কিছু নাস্তিক আছে সুযোগ পেলেই ইসলামকে কটাক্ষ করার চেষ্টা করে।
কথায় কথায় বলে সৌদি এই করেছে তো আমাদের এরকম করলে সমস্যা কি?
সৌদিকে তারা ইসলামের মডেল বলে, আবার এসমস্ত কুলাঙ্গারদের যখন বলাহয় সৌদি চুরি করলে হাত কাটা হয়, হত্যার বদলা হত্যা, জিনা করলে রজন অথবা রদ লাগানো হয়। তাহলে বাংলাদেশে এসমস্ত আইন পাশ করা হউক তখন তারা বলে, এদেশতো পরিপূর্ণ ইসলামি রাষ্ট্র না তাহলে আইন করা যাবেনা।
আসলে ওরা সুবিধাবাদ-জিন্দা বাদ,
মুখে যাই আসে তাই বলে আর শান্তিকামী জনতাকে বিপাকে ফেলে।

“খোদার কসম ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করলে আল্লাহ তোমাদেরকে করোনা দিয়ে দূর বহুদূর জগতে পাঠিয়ে দিবেন।
ও-জাতি আর কখন তোমাদের শুভবুদ্ধি উধয় হবে?
সময় থাকতে সাবধান হও নতুবা আফসোস করেও কোনো লাভ হবেনা।

“অনেকেই আমাকে দেশদ্রোহী বা রাজাকার বলেতে পারেন!
তাতে আমার কোন যায় আসেনা
আমি এদেশের নাগরিক হিসেবে দেশের পরিস্তিতি নিয়ে কথা বলার, জনগনকে সচেতন করার অধিকার আমার আছে,
ইসলাম এবং দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতেও কোন আপত্তি নেই।
لا نخاف أحدا الله

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.