কর্মহীনদের খাদ্য সামগ্রী দিলো দলইরগাঁও প্রবাসী মানব কল্যাণ পরিষদ
1 min readকোম্পানীগঞ্জ প্রতিনিধি :: করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এসেছে আর্ত মানবতার কল্যাণে নিবেদিত জনপ্রিয় সামাজিক সংগঠন ” দলইর গাঁও প্রবাসী মানব কল্যাণ পরিষদ ”
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ” দলইর গাঁও প্রবাসী মানব কল্যাণ পরিষদের
উদ্যোগে, শতাধিক অসহায় খেটে-খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ বুধবার (১৫’ই এপ্রিল ) সকাল ৯.০০ ঘটিকায় অসহায় খেটে-খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকার নির্দেশনায় উপজেলায় কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে, দলইর গাঁও প্রবাসী মানব কল্যাণ পরিষদ ” ৩ নং তেলিখাল ইউনিয়ন পরিষদের ১,২ ৩ নং ওয়ার্ডের দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ঘর খুঁজে বের করে পৌঁছে দেন এসব খাদ্যসামগ্রী, যাতে করে মানুষজন ঘরে বসে খেতে পারেন।এ সময় প্রত্যেক হতদরিদ্র পরিবারের মধ্যে চাল ৩কেজি ,আটা ৩ কেজি,আলু ১কেজি,তেল ১লিটার,পিয়াজ ১কেজি ,চানা ১কেজি,ডাল ১কেজি, লবন ১কেজি দেওয়া হয়।
আসুন করুণা ভাইরাসে আতঙ্কিত না হয়ে, নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক রাখুন।