করোনা; সচেতনতা বৃদ্ধিতে তোয়াকুলের কাচাবাজার স্থানান্তর
1 min readবিলাল আহমদ রাসেল :: ১৫ এপ্রিল (বোধবার) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে জনসমাগম এড়াতে তোয়াকুল বাজারের মেইন গলি থেকে পার্শ্ববর্তী শাহী ঈদগাহ সংলগ্ন খোলা মাঠে কাচা মালের দোকান স্থানান্তর করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের নেতৃত্বে উপস্থিত ছিলেন তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, তোয়াকুল ইউপির সাবেক চেয়ারম্যান লুকমান আহমদ, প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন, বাজার প্রতিদিন পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাজারে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। কখনো ঝামেলায় জড়াবেনা। অবশ্যই আমি বারবার পরিদর্শন করতে আসবো।
বর্তমান মহামারী থেকে বাঁচতে সামাজিক দূরত্বসহ সরকারের সব নির্দেশনা মেনে চলুন। আতঙ্ক নয়, সচেতনতার মাধ্যমে মহামারী করোনাভাইরাস থেকে আমরা বাঁচতে পারবো। ইনশাআল্লাহ।