করোনার মধ্যেও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ফুলবাড়ী থানা পুলিশ
1 min readবাদশা আলী, দিনাজপুর প্রতিনিধি।।
করোনার এই ভয়াবহ পরিস্থিতিতেও থেমে নেই মাদক কারবারিরা, এদিকে কঠর নজর দারিতে রয়েছে পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে মাঠে হাটে দৌড়ে বেরাচ্ছেন পুলিশ, তাদের এই মহানুভবতা নিঃসন্দেহে প্রসংসনীয়। দিনাজপুরের ফুলবাড়িতে ১৫ এপ্রিল সকালে ফুলবাড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে ফুলবাড়ী পৌর শহরের বারোকোনা মোড় থেকে হাকিমপুর থানার বড়চড়া গ্রামের মোঃ মজিবে রহমান এর পুত্র মোঃ মাহিদুল ইসলাম (২২) নামের এক ব্যক্তিকে ৮১ (একাশি) বোতল ফেন্সিডিল ও ইজিবাইকসহ আটক করেছেন ফুলবাড়ী থানা পুলিশ। অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী থানার এস আই শ্রী বনোমালী রায়,এ এস আই মোঃ মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।পরে তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এবিষয়ে ফুলবাড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান মাদক ব্যবসায়ীরা যে সমাজের ঘৃনিত ব্যক্তি, দেশের এই পরিস্থিতিতে তারই প্রমাণ দিলো এই মাদক ব্যবসায়ী, জাতির এই ক্লান্তিলগ্নেও থেমে নেই তারা অসুন আমারা সবাই মিলে তাদের প্রতিহত করি। পরিশেষে তিনি করোনার এই পরিস্থিতিতে সকলকে সচেতন হয়ে ঘরে থাকার আহ্বানও জানান।