করোনা সংকটে জাতীয় ঐক্যের বিকল্প নেই; এলডিপির নেতা সাইফুর রহমান
1 min readসেলিম চৌধুরী :: চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির নেতা ও পটিয়া পৌরসভার সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান দেশের এ দুর্যোগময় মুহূর্তে করোনা সংকট মোকাবেলায় সরকারকে জাতীয় ঐক্যর মাদ্যোমে সমাধানে আসার আহবান জানান তিনি বলেন, এ মহামারি করোনাভাইরাস মোকাবেলা করতে জাতীয় ঐক্যর বিকল্প নেই। দেশে এাণ লুটপাট সিন্ডিকেট রয়েছে সরকার আরো কঠোর অবস্থান গ্রহণ করার আহবান জানিয়ে তিনি বলেন, পটিয়া উপজেলা ও পৌরসভা এবং ১ নম্বর ওয়ার্ডে এাণ লুটপাট করার এবং এ নিয়ে রাজনীতি করার লোক রয়েছে। এসবের বিরুদ্ধে তদন্ত করে ব্যাবস্তা নেওয়ার উচিত বলে আমি মনে করি। ইতিমধ্যে সাবেক মন্ত্রী এলডিপির সভাপতি কর্নেল অবঃ অলি আহমদ বীর বিক্রম বলেছেন, চাল লুটপাট সিন্ডিকেট কে আইনের আওতায় এনে ফাঁসি দাবি করেছেন।
যারা এদুঃসময়ে এসব কাজ করে বেড়াই জাতি তাদেরকে কখনো ক্ষমা করবেনা।
তিনি সকল সম্পাদায়ের লোকজনকে পরিস্কার পরিছন্নতা সচেতনতা মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং বিভিন্ন এলাকায় লোকজনের জটলা মুক্ত থেকে করোনাভাইরাস মোকাবেলা করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে সবার প্রতি আহবান জানান। সাইফুর রহমান বলেন,
সবকিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র সর্বশক্তিমান আল্লাহ তিনি শোনেন,জানেন এবং দেখেন। তিনি কঠোর প্রতিশোধ গ্রহণকারী, মহাজ্ঞানী ,পরম করুনাময়, শ্রেষ্ঠ দয়ালু , দাতা ও ক্ষমাকারী।হে রাব্বুল আলামীন আমাদের সবাইকে করোনা নামক মহামারী থেকে রক্ষা ও হেফাজত করুন।
আমীন সুম্মা আমীন।
সাইফুর রহমান এ প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে আরো বলেন, বিশ্বব্যাপি চারিদিকে মৃত্যুর মিছিল। কোথাও প্রশান্তি নেই, নেই কোনো স্বস্তির নিশ্বাস ছাড়ার স্থান। নেই জানাজা, নেই কাফন। শুধুই একদেশ থেকে অন্যদেশে খবরের মাধ্যমে নীরব অশ্রুুপাত। আবদ্ধ জীবনের গন্ডিতে শুধু চেয়ে থাকা। কোভিট নাইনটিন এক চাওয়া হীন শব্দ। অদৃশ্য এই ভাইরাসে আতঙ্কিত সবাই। রোগী শনাক্তকরণের আগেই যেনো মরণ ছোবল হানা দেয়। ছোয়া নয়, নয় আলিঙ্গন, নয় করমর্দন। স্বামীর অসুস্থতায় স্ত্রীর ইয়া নাফসি, স্ত্রীর অসুস্থতায় স্বামী ইয়া নাফসি। আল্লাহ আমাদের এমন দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিয়ে আগের মত সামাজিক জীবন দান করুন। আল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা সকল পাপী গুনাহগার। ভিক্ষা দিন আপনি আমাদের কাঙ্ক্ষিত সেই জীবন। মুক্ত করুন করোনাভাইরাস এর আতঙ্কিত জীবন। আমরা অসহায়। অচল মানবকুল, অচল পৃথিবী আপনি রাহমানির রাহীম আল্লাহ আমাদের রক্ষা করুন।