করেনাভাইরাস নিয়ে সতর্ক বার্তা দিলেন ছনহরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতী
1 min readসেলিম চৌধুরী :: পটিয়া উপজেলা ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রশিদ দৌলতী তার ফেসবুক বার্তায় ছনহরা ইউনিয়ন সর্বস্তরের জনগণের স্বার্থে সচেতনতার লক্ষ্যে লিখেছেন, আস্সালামু আলাইকুম আমি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি মেম্বারবৃন্দ ও তরুণ সমাজের শত প্রচেষ্টায়ও আমরা ছনহরাবাসী অনেকেই এই ভয়াবহ করোনা ভাইরাসটির মরন থাবার ভয়াবহতা বুঝতে পারছিনা বা বুঝেও অবহেলা করছি।
তাই কারনে-অকারনে ঘর থেকে বের হয়ে রাস্তায়, রাস্তার মোড়ে, চায়ের দোকানে, মাঠে-ঘাটে, বাজারে ঘুড়ে বেড়াচ্ছি, গল্প-গুজব করছি। ইতিমধ্যে পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। আমরা কি জানি কে এই ভাইরাসটি বহন করে আমাদের সাথে মিশছে এবং আমাদেরকে আক্রান্ত করছে? বা আমি কি নিজেই এই ভাইরাসটির বাহক হিসেবে অন্যকে আক্রান্ত করছি কিনা? বর্তমানে এই ভয়াবহ পরিস্থিতিতে এই ভয়াল করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হলো ঘরে থাকা।
তাই আপনাদের প্রতিনিধি হিসেবে আমার অনুরোধ,
বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আমরা যেন সবাই ঘরে থেকে নিজেকে, নিজের সন্তান ও বাবা-মাকে নিরাপদ রাখি এবং সার্বিকভাবে ছনহরার আপামর জনগণকে নিরাপদে রাখতে সহযোগীতা করি।যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।মোবাইল ০১৭৮৮০২১২১৫,০১৮৭৪৮০৯৩০৫,আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। সকল ধর্মের মানুষ প্রার্থনা করি মহামারী করোনাভাইরাস থেকে আমাদের সকলকে রক্ষা করেন আমিন।