এ্যাড.হাবীব উল্যাহ বেলালীর নির্দেশনায় তরুণ উদয়ন সংঘের ত্রাণ সামগ্রী বিতরণ
1 min readমোহাম্মাদ জিহাদ হোসাইন মিরাজ, গাজীপুর প্রতিনিধি।।
করোনা মহামারীর কারণে দৈনিক অনাহারে সমস্যার সৃষ্টি হয়েছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোতে।
এসময়ে মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, তরুণ উদয়ন সংঘের প্রধান উপদেষ্টা এ্যাড. হাবীব উল্যাহ বেলালী এর নির্দেশনা মোতাবেক সংগঠনের সাধারণ সম্পাদক,কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে এমন কিছু খেটে খাওয়া অসহায় মানুষের দারে দারে গিয়ে ব্যাক্তিগত ক্ষুদ্রপ্রচেষ্টায় আজ দিনব্যাপি খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তরুণ উদয়ন সংঘের সদস্যবৃন্দরা।
এ্যাড. হাবীব উল্যাহ বেলালী বলেন, এ কার্যক্রম অব্যাহত থাকবে।আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। বাংলাদেশ আওয়ামীলীগের প্রত্যেকটি নেতা- কর্মী দেশের এই ক্রান্তিকালের শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় একদল তরুণ তাদের সাধ্যমত সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে।
সময় উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য,তরুণ আওয়ামীলীগ নেতা মোঃ শহিদুজ্জামান জুয়েল, মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য আবুল কাশেম, সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ মঞ্জু সিকদার, সংগঠনের সভাপতি মোঃ ফরিদ সিকদার,যুগ্ম সম্পাদক আবরার জাহিন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন সজিব, যুবলীগ নেতা সুমন,শরিফ হোসেন এবং আতিকুর রহমান রাজন প্রমুখ।