উখিয়ায় বাহিরাগত অনুপ্রবেশ ঠেকাতে ইউএনও নিকারুজ্জামানের গণবিজ্ঞপ্তি
1 min readশাহেদ হোসাইন মুবিন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
করোনা পরিস্থিতিতে কক্সবাজারের বাহিরের লোক অনুপ্রবেশ ঠেকাতে গণবিলুপ্তি জারি করেছে উখিয়া উপজেলা প্রশাসন। “ইউএনও উখিয়া” অফিসিয়াল ফেইসবুক আইডি থেকে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী সাক্ষরিত একটি গণবিলুপ্তি প্রচার করা হয়৷ গণবিলুপ্তিতে লিখিত বার্তা নিচে হুবুহু তুলে দেয়া হল।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগত জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি সময়ে ঢাকা ও নারায়নগঞ্জ সহ কক্সবাজারের বাহিরের করোনা রোগী সনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত হতে বেশ কিছু মানুষ উখিয়া উপজেলায় প্রবেশ করেছে মর্মে জানা যায়।
বর্ণীত অবস্থার প্রেক্ষিতে করোনা ভাইরাসের প্রর্দূভার মোকাবেলায় সাম্প্রতি সময়ে ঢাকা নারায়ণগঞ্জ সহ কক্সবাজারের বাহিরের জেলা আগত মানুষদের সনাক্ত করে তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বার সংগ্রহ করে স্থানীয় প্রশাসন অবহিত করা এবং তাদের ১৪ দিন হোম কোয়ারান্টাইন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিবিদ, সংবাদকর্মী (মিডিয়াকর্মী), ধর্মীয় নেতৃবৃন্দ, মসজিদে ইমাম, শিক্ষাক, গ্রাম পুলিশসহ এলাকার সচেতন নাগরিকবৃন্দকে অনুরোধ করা হলো।
যোগাযোগ: করোনা সংশ্লিষ্ট হটলাইন 01585777271