স্বাগতম ১৪২৭ ”শুভ নববর্ষের” শুভেচ্ছা
1 min readআজ পহেলা বৈশাখ। বিদায় ১৪২৬। শুরু নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি। মঙ্গলবার বাঙালি জাতির কাছে ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। নতুন বছর মানে শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা, আর কত কী! কিন্তু এবছরটা অন্য বছরের থেকে আলাদা।
কারণ করোনা সংকটে হতাশা আর আশঙ্কার কালো মেঘ জমেছে গোটা বিশ্বজুড়ে। তবুও রাত শেষে নতুন দিনের সূর্য উঠবেই। এমনটাই আশা। পুরনো বছরের হতাশা, দুঃখ, অবসাদ ধুয়ে যাক এই আমার কামনা। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। ।দেখা-সাক্ষাত বন্ধ, করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে তাই প্রিয়জন,সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও ঘুমধুম ইউনিয়ন বাসীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ। রইল নববর্ষের একরাশ শুভেচ্ছা
শুভেচ্ছান্তে
বারেক আজিজ
বিজ্ঞান ওপ্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ঘুমধুম ইউনিয়ন শাখা, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।