সেন্টমার্টিনে রাস্তায় পড়ে আছে লাশ, করোনা ভয়ে কেউ যাচ্ছে না লাশের পাশে
1 min readমোঃ জাবেদ ইকবাল, টেকনাফ থেকে।।
টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের ১নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মোঃ সলিম (বয়স প্রায় ৫০) আজ রোজ মঙ্গলবার ১৪/০৪/২০০ সকালে ৯ টার সময় রাস্তায় হাঁটার সময় হঠাৎ পড়ে যায়। রাস্তায় পড়ে থাকা সলিমের পাশে করোনা ভয়ে কেউ যাচ্ছেনা বলে জানান। ধারনা করা হচ্ছে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তাই সেন্টমার্টিন দ্বীপের মানুষ আতংকে রয়েছে বলে ও এক সূত্রে জানা যায়।
এক সূত্রে জানা যায় সলিম একজন জেলে। তিনি সেন্টমার্টিন পশ্চিমপাড়ার ১ং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হারুনুর রশিদের ফিশিং বোটের মাঝী মৃত্যু ( সেলিম)।
হারুন বলেন, দীর্ঘবছর ধরে তার ফিশিং ট্রলারে মাছ ধরার কাজ করেন সেলিম। সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়লে মাছ ধরতেও যেতে পারে না। দীর্ঘদিন ধরে সে অসুস্থতায় ভুগছে বলে ও জানান।
আরেক সুত্রে জানা যায়, সেলিম একজন ড্রাগ এডিকটেড। প্রতিনিয়ত ইয়াবা সেবন করত সে।
এক জেলে বলেন, সেলিম তিন বেলা ভাল খাওয়ার মতো করে গাঞ্জা খেত। সে গাঞ্জা না খেলে তার ভাত হজম হতোনা। অগণিত সিগারেটতো আছেই।
পরিবার সূত্রে জানা যায়, মৃত্যু সেলিম অনেক দিন ধরে অসুস্থ। প্রায় সময় ডাক্তার দেখাতে টেকনাফ যাওয়া হয়। কয়েকদিন আগে তার খাবার ঔষধ শেষ হয়ে যায় বলেম জানান তার পরিবার। স্থানীয়ভাবে ডাক্তার দেখাতে সেন্টমার্টিন পশ্চিমপাড়া নিজ বাড়ি থেকে সেলিম সকাল ৮ টায় বের হয়। কিছুক্ষণ পর খবর পাওয়া যায় জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে রাস্তায় পড়ে যায় সে। শক্ত ফ্লোরে পড়াই মাথায় গুরুতরভাবে আঘাত পাওয়ায় এবং তখনই তার মৃত্যু হয়েছে। সেলিমের পরিবারের সদস্য আছেন তার স্ত্রী, তার একটি মেয়ে, একটি ছেলে নিয়ে ছোট একটি সংসার
স্থানীয় মানুষরা বলেন সেলিমের মৃত্যুটি করোনা নয় বলে ধারণা হরা হচ্ছে । এবং আমাদের জানা থাকা দরকার যে এ পর্যন্ত কক্সবাজার জেলায় একজনও করোনা আক্রান্ত হয়নি।
তারপর ও সেন্টমার্টিন দ্বীপবাসী কে সচেতন থাকার আহবান করেন স্থানীয় সচেতন মহলের ব্যক্তিরা। এবং অপ্রয়োজনীয় বাহিরে বাহির না হতে এবং রাস্তা ই আড্ডা না দিতে বলা হয়।
ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন অন্যদের কে ও সুস্থ রাখুন।