শিরক, বিদআত আর অপসংস্কৃতি থেকে তাওবার মাধ্যমে শুরু হোক বাংলা নবর্বষ ১৪২৭ - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

শিরক, বিদআত আর অপসংস্কৃতি থেকে তাওবার মাধ্যমে শুরু হোক বাংলা নবর্বষ ১৪২৭

1 min read

[ইমাদ রায়হান]

স্বাগত বাংলা নববর্ষ ১৪২৭!

হাসি-কান্না, আনন্দ-বেদনায় ভরা আরও একটি বছরকে বিদায় জানালাম আমরা। বিদায় ১৪২৬। আজ নববর্ষের প্রথম দিন। স্বাগত বাংলা নববর্ষ ১৪২৭।

আফসোস! আফসোস!!

বড়ই পরিতাপ এবং আফসোসের বিষয়, বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে, বর্ষবরণের নামে বাংলাদেশে যেসব অনুষ্ঠানাদি ইতোপূর্বে পালিত হয়েছে এসব কোন মুসলমান এবং বাঙালির সংস্কৃতি হতে পারে না। এই দিনটিতে আমরা ইতোপূর্বে নারী পুরুষ, বিশেষ করে যুবক-যুবতীদের অবাধ মেলামেশা, অবাধ আনন্দ উল্লাস, আনন্দ উল্লাসের নামে চরম বেহায়াপনা প্রদর্শন থেকে শুরু করে নানাবিধ লজ্জাকর অবস্থা প্রত্যক্ষ করেছি। এই দিনে সংস্কৃতির নামে যেসব আচার অনুষ্ঠান সাম্প্রতিক সময়ে আমরা দেখে আসছি, তার অনেক বিষয়ই স্পষ্টত শিরক, বিদআত এবং অন্যান্য গোনাহের সমষ্টি। এসব থেকে তাওবাহ করার এখনি সময়।

শুকরিয়া, এবছর এসব নেই!
তবে শুকরিয়া, এ বছর এসব নেই। বেহায়াপনা পরাজিত হয়েছে করোনার কাছে। এ বছর করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য বাংলা নববর্ষ উপলক্ষে র‌্যালিসহ কোন অনুষ্ঠানই পালন করা যাবে না। গণজমায়েত এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন থাকার জন্য সরকার সারাদেশে আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ উদযাপন নিষেধ করেছে।

বিজাতীয় সংস্কৃতি উদযাপন থেকে বিরত থাকতে নিষেধ করা হয়েছে কোরআন ও হাদিসে

বাংলা ও ইংরেজি নববর্ষ বরণের নামে আমরা ভিনদেশী সংস্কৃতি পালনে নিমগ্ন। অথচ বিজাতীয় সংস্কৃতি উদযাপন থেকে বিরত থাকতে কোরআন ও হাদিসে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন- ‘যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না। আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে’। (সূরা আল ইমরান : ৮৫)।

পবিত্র কোরআনুল কারিমের অন্য আয়াতে মহান আল্লাহ পাক ইরশাদ করেন- ‘প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি’। (সূরা মায়িদাহ : ৪৮)।

বেয়াপনা ও অপব্যায়ের স্থান নেই ইসলাম

বৈশাখকেন্দ্রিক প্রচলিত সকল বেহায়াপনা ও অপব্যয়ের আয়োজন ইসলামে নিষিদ্ধ। এতে অংশগ্রহণ করাকেও অনৈসলামিক কাজে অংশগ্রহণ করার সমান বলেই বিবেচ্য হবে। বিজাতীয় সংস্কৃতি অনুকরণ ইসলামে সমর্থিত নয়। এ সম্পর্কে হজরত রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যে অন্য কোনো সম্প্রদায়ের অনুকরণ বা সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য হবে।’ (আবু দাউদ, হাদিস : ৩৫১২)।

হজরত আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত তিনি বলেন, হজরত রাসূল (সা.) ইরশাদ করেন- ‘যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে, সে যদি সে দেশের মেহেরজান অর্থাৎ, নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য রাখে এমনকি এ অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে কেয়ামতের দিন তাকে তাদের (সেই সম্প্রদায়ের লোকদের) সাথে হাশর করা হবে’। (বায়হাকি : ২৭০)

অপব্যায়কারী শয়তানের ভাই
সংস্কৃতির নামে অপসংস্কৃতি উদযাপন, বেহায়াপনা এবং অপচয় ইসলাম কখনোই সমর্থন করে না। মহান আল্লাহ তা’আলা বলেন-আর কিছুতেই অপব্যয় করবে না। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ’। (সূরা বনি ইসরাইল : ২৬-২৭)।

নববর্ষ আল্লাহ তা’আলা নেয়ামত, আদায় করা উচিত শুকরিয়া।

বাংলা সনের নতুন একটি বছর শুরু হতে যাচ্ছে। আমাদের দায়িত্ব হচ্ছে গত বছরের পর্যালোচনা করে আগামীর সঠিক লক্ষ্য নির্ধারণে সচেষ্ট হওয়া। নববর্ষকে আল্লাহর নেয়ামত মনে করে শুকরিয়া আদায় করা, নববর্ষের আনন্দ দুঃস্থ-দরিদ্রদের সঙ্গে ভাগ করা, নববর্ষে অভাবী মানুষের খোঁজ-খবর, খাদ্য এবং পোশাক দান করা। পাশাপাশি এই দিনে পেছনের ভুলগুলোর জন্য অনুশোচনা ও আত্মসমালোচনা করে আগামী বছরের কল্যাণ কামনা করে সিজদাবনত হয়ে আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার।

সময় কাটুক, আসুন মগ্ন হই তাওবাহ, ইস্তেগফার ও দোয়া দরূদে।

তাওবাহ, ইস্তিগফার, দোয়া-দরূদ, নফল নামাজ ইত্যাদি ভালো কাজে পুরো দিনকে কাটানো। অথচ বর্ষবরণে আমরা এসব কল্যাণকর কাজের ধারে কাছে না গিয়ে নিত্য-নতুন অশ্লীলতা ও গোনাহের কাজে প্রতিনিয়ত লিপ্ত হচ্ছি! এসব থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে।

এটাই হোক প্রার্থনা।
মহান আল্লাহপাক আমাদেরকে ইসলামী ভাবধারার সকল সুস্থ সংস্কৃতি পালনের তাওফিক দান করুন।

লেখক: শিক্ষার্থী- জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.