লাকসাম ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফ্রি সবজি বিতরণ
1 min readমোঃ রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধি।
বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে ঘর বন্দি মানুষের বাড়ীতে বাড়িতে যেয়ে নিজ উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে কাঁচা শাকসবজি পৌঁছে দিচ্ছেন লাকসাম নওয়াব ফয়জুন্নেছা কলেজের সাবেক আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম (রাজু)।আমার ঘরে আমার বাজার পাবেন ফ্রি কাঁচাবাজার’ এ ব্যানারে লাকসামে মানুষের ঘরে ঘরে নিত্যদিনের তরকারি পৌঁছে দিচ্ছেন। মঙ্গলবার সকাল ১১টার সময় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রাজুর উদ্যোগে লাকসাম নিজ ৭নং ওয়ার্ড গাজিমুড়া মঙ্গলবার লাউ, কুমড়া, বেগুন, টমেটো, লালশাক, পুঁইশাক, ডাটা শাকসহ সাত পদের কাঁচা তরকারি প্রায় ৫থেকে৬ শতাদিক পরিবারের মধ্যে বিতরণ করা হয় তা জানা যায়। এলাকায় বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সাইফুল ইসলাম রাজু।
করোনা সংক্রমণের ক্রান্তিকালে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌর-এলাকাবাসী। ইতোমধ্যে ফ্রি কাঁচাবাজারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আলোচনার ঝড় ওঠে। হতদরিদ্র মানুষের দুর্দিনে ছাত্রলীগ নেতার মহতী উদ্যোগকে অনুকরণীয় বলে উল্লেখ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ বিষয়ে লাকসাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজু বলেন, লোক দেখানোর জন্য এ উদ্যোগ নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও এলজি আর ডি মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে কর্মহীণ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ। কোন মানুষ যেন খাবারের জন্য কষ্ট না পায়, এজন্যই নিজস্ব অর্থায়নে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীদিনেও এভাবে মানুষের পাশে থাকবে এ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রাজু।