বান্দরবানে হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন, ঢাকা বাংলাদেশ এর উদ্যেগে উপহার সামগ্রী বিতরণ
1 min readমোঃ শফিকুর রহমান, বান্দরবান প্রতিনিধিঃ-
আজ সকাল ১১ ঘটিকার সময় বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাস স্টেশন এলাকায় করোনা ভাইরাস এর এই মহামারী সংকটময় মুহুর্তে
হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন, ঢাকা বাংলাদেশ এর পক্ষ থেকে ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম এর উপস্থিতিতে বান্দরবান পৌর এলাকায় ঘর বন্ধি অসহায় গরিবদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম, হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন, ঢাকা বাংলাদেশ সদস্য মোঃ রাসেল, বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জহিরুল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম বলেন হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন, ঢাকা বাংলাদেশ এর সদস্য মোঃ রাসেল এর সহযোগিতায় বান্দরবান পৌর একালায় বিভিন্ন ওয়ার্ড়ে আজ ১০০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরো বলেন করোনা ভাইরাস মহামারী সংকট ময় মুহুর্তে বিত্তবান ব্যাক্তিদের এভাবে জনগণের পাশে দাড়ানোর আহবান জানান। তিনি আরো বলেন এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘর থেকে বিনা প্রয়োজনে বাহির না হওয়ার আহবান জানান ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম।
এসময় হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন, ঢাকা বাংলাদেশ এর সদস্য মোঃ রাসেল বলেন দেশের এই মহামারী সংকট ময় মুহুর্তে বাংলাদেশের বিভিন্ন জেলায় এসব উপহার সামগ্রী বিতরণ করে আসছি আমরা। তিনি আরো বলেন হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন, ঢাকা বাংলাদেশ সংস্থাটি দীর্ঘদিন পর্যন্ত পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। পথ শিশুদের পড়া লেখা থেকে শুরু করে বাসস্থান পর্যন্ত সহযোগিতা করেন এই সংস্থাটি।