দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ
1 min readজুবায়ের শরীফ, দোহার প্রতিনিধি :: করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে আয় রোজগারের পথ রুদ্ধ হয়ে মানুষ যখন ঘরবন্দি হয়ে আহার যোগানো নিয়ে চিন্তিত। আর এমন পরিস্থিতিতে নিন্ম আয়ের মানুষের বাড়িতে বাড়িতে চাল, ডাল, তেল, আলু-পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য উপকরণ পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
বিগত ১৫ দিন যাবৎ দোহার উপজেলার নয়াবাড়ির ধোয়াইর থেকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জনবান্ধব এ কর্মসূচী গ্রহণ করেন তিনি। মঙ্গলবার জামালচর থেকে দোহার পৌরসভার প্রায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দেন।
করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা থাকায় গ্রাম ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য উপকরণ এভাবে পৌঁছে দিচ্ছেন নির্মল রঞ্জন গুহ।
অনেকেই তার বাসায় গিয়ে সহায়তা চাচ্ছেন। তিনিও তাদেরকে নিরাশ করছেন না। সাধ্যানুযায়ী চেষ্টা করছেন। তার পাশাপাশি তার স্ত্রীও এই ত্রাণ দিতে তাকে সাহায্য করেছে। তার স্ত্রীও আলো গুহ রাতের আঁধারে সিএনজি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিজে ত্রান পৌঁছে দিচ্ছে।
এমনি একজন নাম প্রকাশ না করার শর্তে কথা হয় এর সাথে। উত্তর জয়পাড়া তিন দোকানের সে বাসিন্দা জানান, তিনদিন ধইরা কোনমতে ধারদেনা কইরা পেট চালাইতেছি। ঘরে বউ পোলাপান সহ খাওনের পাঁচজন মানুষ। কি করুম বুঝবার পারতাছি না। আইজ নির্মল চাচায় যে চাইল-ডাইল দিল তাতে তিন চাইরদিন চলবার পারুম। এই নিদানে দাদা আমাগো পাশে এইসা দাড়িয়েছে আল্লাহ তাকে হায়াত দারাত করুক।