কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঢাকা ফেরত যুবকের শরীরে কোভিট-১৯ সনাক্ত
1 min readমাহফুজার রহমান মাহফুজ :: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ঢাকা ফেরৎ তাজুল ইসলাম নামের এক যুবক (৩০) এর শরীরে কোভিড-১৯ সনাক্ত হয়েছে।
১৪ এপ্রিল পাওয়া প্রতিবেদনে তার করোনা পজিটিভ ধরা পড়ে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান।
কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে ফুলবাড়ীতে ফিরেছেন। পরে সে জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৪ এপ্রিল মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
সিভিল সার্জন আরও জানান, ১৪ এপ্রিল সন্ধ্যায় সনাক্ত হওয়া রোগীর বাড়িতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের লোকজন তার খোঁজ খবর নিচ্ছেন। প্রয়োজনে চিকিৎসার জন্য তাকে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে জেলায় দুইজন ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গেল। এর আগে গত ১৩ এপ্রিল জেলার রৌমারী উপজেলায় এক কিশোরের করোনা পজিটিভ পাওয়া যায়। পরে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের টাপুরচর এলাকার দুইটি ওয়ার্ড লকডাউন করে উপজেলা প্রশাসন।