কালিয়াকৈরে অসহায় মানুষের বাড়ী বাড়ী ত্রাণ পৌছে দিচ্ছে ছাত্রলীগ
1 min readজিহাদ হোসাইন মিরাজ, গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাক ইউনিয়নের বরাব গ্রামে উপজেলা আওয়ামীলীগের পক্ষথেকে রাতে আধারে অসহায়,দরিদ্র এবং কর্মহীন মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী।
মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.হাবীব উল্যাহ বেলালীর নির্দেশনায় ২৫০ টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মোঃ আবুল কাশেম, মৌচাক ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার মোঃ শহিদুজ্জামান জুয়েল, ছাত্রলীগ নেতা আবরার জাহিন,ফরিদ সিকদার প্রমুখ।
কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জানান, এ কার্যক্রম ধারাবাহিক ভাবে থাকবে আমরা আমাদের সাধ্যমত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আওয়ামীলীগের নির্দেশনায় জনগণের পাশে থাকার চেষ্টা করছি। আর আমাদের আওয়ামীলীগের পাশাপাশি ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মী দিনরাত আমাদের সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি দিবেন। ততদিন পর্যন্ত আমরা সামাজিক দুরত্ব বজায় রাখি, পরিস্কার পরিচ্ছন্ন থাকি এবং অপ্রয়োজনে ঘর থেকে না বের হই।
ধন্যবাদ সিমান্তের আহবান টুয়েন্টি-ফোরকে