করোনা! নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ছায়েদ আহমেদের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ
1 min readআশাহীদ আলী আশা।।
প্রাণঘাতী মহামারি করোনা সংকটে নবীগঞ্জ উপজেলার পানিউম্দা কুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মহীন হয়ে পড়া অসহায়,দিনমজুর ও হত দরিদ্র ৫শত পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ মঙ্গলবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ছায়েদ আহমেদ এর অর্থায়নে প্রত্যেক পরিবারকে ৬ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাইল, ১ কেজি পেঁয়াজ ও ১টি সাবান দেওয়া হয়।
সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহীদ ইয়াওর মিয়ার সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মনসুর আলম এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা মুজাহিদুল ইসলাম।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানিউম্দা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ কাউছার আলম, বিশিষ্ট সমাজ সেবক শামীম মহসিন, ইউপি সদস্য মহিদ মিয়া, বরছড়া বাবসস লিমিটেড এর সভাপতি অনু আহমদ, সার্জেন্ট এস এম মর্তুজা আলী, এখলাছুর রহমান খাঁন, সাবেক ইউপি সদস্য আবুল ফজল, মাছুম আহমেদ, এনামুল হক, আব্দুল হক, এনামুল হক তালুকদারসহ আরো অনেকেই।
পরে সারা বিশ্বের জন্য কল্যাণ কামনায় উপস্থিত সবাইকে নিয়ে মহান রাব্বুল আলামিনের নিকট মোনাজাত প্রার্থনা করেণ সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।