করোনা দুর্যোগে উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট এর খাদ্য সামগ্রী বিতরণ
1 min readরিদুয়ানুল হক সোহাগ।।
সারাবিশ্বের প্রায় দেশ এখন করোনায় আক্রান্ত।করোনাভাইরাস” এ যেন এক ভয়ংকর মরণব্যাধি। বাংলাদেশও এর বাইরে নই। দিনের পর দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা।
করোনা পরিস্থিতিতে বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধিরা সহ অনেকেই এগিয়ে আসছে হতদরিদ্র মানুষের পাশে।
তারই ধারাবাহিকতায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ালেন “উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট”। সংগঠনটি ৫০ টি অসহায় হতদরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সহায়তা প্রদান করার সময় সংগঠনের সকল সদস্য ও এডমিনগণ উপস্থিত ছিলেন।
উখিয়া ব্লাড ডোনেশন ইউনিটের এডমিন ইলিয়াছের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,
করোনা মহামারির এই কঠিন পরিস্থিতিতে “উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট” পরিবারের পক্ষ হতে দিন মজুর এবং নিন্ম আয়ের পরিবারের মধ্যে উপহার সামগ্রী দিয়ে সহযোগিতা করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। এ কঠিন পরিস্থিতিতে প্রতিবেশী অভাবগ্রস্থদের পাশে সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে থাকার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবো ।
এছাড়া যারা অার্থিকভাবে সহয়তা করেছেন এবং যারা স্বেচ্ছাশ্রমে আমাদের সাথে কাজ করে এ কার্যক্রম সফল করেছে তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন,কোন লোকসমাগম না করে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে। কোন ছবি তোলা হয়নি খাদ্যপন্য তুলে দেয়ার সময়। আমরা মানুষের আত্মমর্যাদায় বিশ্বাসী।