করোনা: এবার ময়মনসিংহ জেলা লকডাউন ঘোষণা
1 min readখাদিজা আক্তার।।
করোনা সংক্রমণ রোধে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে নারায়ণগঞ্জ, নরসিংদী, খুলনা, কুমিল্লাসহ অধিকাংশ জেলাকে করোনা থেকে সুরক্ষার লক্ষ্যে লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টা থেকে জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মুহাম্মাদ মিজানুর রহমানের ফেসবুক আইডি থেকে ময়মনসিংহকে লকডাউন করার তথ্য জানানো হয়।
পরে এ বিষয়ে জানতে চাইলে মুহাম্মাদ মিজানুর রহমান বলেন, করোনা মোকাবিলায় বর্তমান পরিস্থিতিতে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যবিধি এবং আইন মেনে চলার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া বলেন, জেলা-উপজেলা মিলিয়ে ৩৮টি চেকপোস্ট দিয়ে প্রবেশ ও বের হওয়া রোধ করা হবে। এক্ষেত্রে জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলাতে যাতায়াত বিচ্ছিন্ন করা হবে। জরুরি পরিবহন ছাড়া অন্য কোনও পরিবহন চলতে দেওয়া হবে না। এক্ষেত্রে লকডাউন আইন মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম বলেন, এখন পর্যন্ত ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া রোগী শনাক্তে মঙ্গলবার থেকে দুই শিফটে নমুনা পরীক্ষা চলছে বলে জানান তিনি।