আহা মরি মরি (কবিতা)
1 min read[কাকলী আক্তার মৌ]
আহা মরি মরি,কি যে আজ করি?
ত্রাণ চুরি করে,নিয়ে যায় ঘরে?
সুশীলেরা দেখে,চুপ করে থাকে-
বোবা হয়ে বসে,চলে একে বেকে।
আহাজারী করি,অনাহারে মরি,
কাকে গিয়ে ধরি,আহা মরি মরি…
বেদনার বিষে,মরি তাই পিষে,
অশ্রুতে ভাসে,চোরে দেখে হাসে।
সততার নেশা,প্রতিবাদী ভাষা,
বিচারের আশায়,বুকে বিধে শীশা।
সবি আজ বৃথা,সারা গায়ে তিতা,
শুনি শুধু কথা,বাড়ে আদিমতা।
কোথা গেলে পাই,দুমোটো খাই?
বলে দাও ভাই,বাচিতে যে চাই?
আহা মরি মরি,কি যে আজ করি?
চাল চুরি করে,নিয়ে যায় ঘরে-
বাচি কি বা মরি,হাহাকার করি;
কাকে গিয়ে ধরি,অশ্রু ভরি?
নীল বিষে মরি,কি যে আজ করি?
কাকে গিয়ে ধরি,আহা মরি মরি…
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক।