আলেমসমাজের দিকে দৃষ্টিপাত দেওয়ার আহ্বান বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যানের
1 min readবিয়ানীবাজার প্রতিনিধি :: বিয়ানীবাজার উপজেলায় সরকারিভাবে ত্রান বিতরনের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে ত্রান প্রদান করার কাজ অব্যাহত রেখেছেন উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম পল্লব। সোমবার দুপরে তিনি উপজেলার চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসানের কাছে অসহায়ত্বদের জন্য ত্রান প্রদান করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন-করোন ভাইরাসের কারণে ইতিমধ্যে আমরা উপজেলার বিভিন্ন অসচ্ছল,গরিব,অসহায়,দুঃসৃ মানুষকে সরকারি ও বিত্তবানদের পক্ষ থেকে ত্রান দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন চালক,শ্রমিক ও মধ্যবিত্তদের দিকেও সুনজর দেওয়া হয়েছে। তবে এক শ্রেণির লোক আমাদের সমাজে এখনো রয়েগেছেন যারা নিজেদের মর্যাদার কারণে এই মহামারির সময়ও অসহায়ত্বের কথা কাউকে বলছেন না। তাদের মধ্যে রয়েছেন মসজিদের ইমাম,মুয়াজ্জিন সহ সর্বস্তরের আলেমসমাজ। তাদের সম্মানের কারণে কারো কাছে হাত পাতছেন না। এদের বেতন সাভাবিকভাবে ১৫০০ থেকে ২০০০ হাজার টাকা। এদের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য মসজিদ কমিটি সহ সর্বস্তরের জনতার কাছে আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা বেগম। চারখাই ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল হাসান সহ ওয়ার্ড প্রতিনিধিবৃন্দ।