অসহায়দের পাশে দাঁড়ালো এডুকেশন ডেভেলপমেন্ট ফোরাম (ইডিএফ)
1 min readআব্দুল হাকিম, সিলেট সদর প্রতিনিধি:: এডুকেশন ডেভেলপমেন্ট ফোরাম (ইডিএফ)এর উদ্যোগে হতদরিদ্র ১২৫ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ।
করোনার লগ ডাউন অবস্থায় সংকটময় সময়ে এগিয়ে আসল সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন বৃহত্তর উমাইরগাঁও এর তরুণ ছাত্র সংগঠন (ইডিএফ)। সংগঠনের উপদেষ্টা গণ, প্রবাসী ও সকল সদস্যদের সাহায্য সহযোগিতায় এই উদ্যোগ গ্রহন করা হয়।
সিলেট সদর উপজেলার বৃহত্তর উমাইরগাঁও এর এডুকেশন ডেভেলপমেন্ট ফোরাম (ইডিএফ) এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) ও বাংলাদেশ সরকারের নির্দেশ অনুসারে জনসমাগম এড়িয়ে কোনো অনুষ্ঠান না করে ইডিএফ সদস্যবৃন্দের নিজ দায়িত্বে বৃহত্তর উমাইরগাঁও এর হতদরিদ্র ১২৫ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।
#ইডিএফ এর উপদেষ্টা এডভোকেট জালাল উদ্দিন বলেন, বর্তমান মহামারী করোনা ভাইরাসের কারনে দেশের মানুষ নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে, এ মহামারীতে দেশের সকল বিত্তবান মানুষকে সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে আহব্বান জানান, এবং বিদেশে থাকা সকল প্রবাসীদের মহান রাব্বুল আল-আমিন যেন সুস্থ ভাবে রাখেন এই প্রত্যাশা ব্যাক্ত করেন।
ইডিএফ এর উপদেষ্টা “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়” সহকারী পরিচালক (একাউন্টস) জনাব ফখর উদ্দিন বলেন, ইডিএফ এর উপদেষ্টাগণ ও সদস্যদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের বৃহত্তর উমাইর গাঁও এর হত দারিদ্র ১২৫ টি পরিবারের কাছে খাবার পৌঁছে দিতে পেরে খুবই ভালো লাগছে,
ইডিএফ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব আবুল কালাম বলেন, আমরা আমদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের এলাকার হতদরিদ্র মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পারছি, আল্লাহ আমাদের এ দানকে কবুল করুক, তিনি আরো বলেন করোনা ভাইরাস আমরা সচেতনতার মাধ্যমে দূর করতে পারি, খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি আমরা সমাজের সকল শ্রেণির মানুষদের সচেতন করতে হবে,
এছাড়াও উপস্থিত ছিলেন ইডিএফ এর সাবেক সাধারণ সম্পাদক জামিল আহমেদ,
এছাড়াও উপস্থিত ছিলেন ইডিএফ এর সাবেক সাধারণ সম্পাদক জামিল আহমেদ প্রতিষ্ঠিতা সদস্য আব্দুল আহাদ কায়েস, আইয়ুব আহমদ, নুরুজ্জামান, নুরুল আমিন লোকমান, আতাউর রহমান, রবিন মামুদ, কয়েছ আহমদ, সদস্য ফখর উদ্দিন, রুহুল আমিন,মাহফুজ আহমদ, আল আমিন,মিসবাহ উদ্দিন, জাকারিয়া আহমদ, মোফাজ্জল মিলাদ,নিজাম উদ্দিন, ফয়সাল আহমদ, রিপন চন্দ্র,ইসমাম জাহান,আখলু মিয়া,আব্দুল বাতিন,আব্দুল হাকিম,ফরহাদ আহমদ, জুবেল আহমদ,সুহেল লাল, সাহেদ আহমদ, রাজু আহমদ,কামরান আহমদ, জামিল আহমেদ, আবু বক্কর, আলমগীর, জাহেদ আহমদ প্রমুখ।
ইডিএফ এর সাবেক ও বর্তমান সদস্যরা জানান আমরা ঐরকম মহামারি ও দেশের দূর্যোগময় সময় আমরা আমাদের সংগঠন মাধ্যমে আগামীতে কাজ করে যাবে ইনশাআল্লাহ।