হতদরিদ্র শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ করলেন মঞ্জুর আহমেদ
1 min read
আবু তালহা তোফায়েল :: করোনাভাইরাস (কভিড-১৯) সাধারণ ছুটিতে পুরো দেশ শুধু নয় গোটা বিশ্ববাসী। নিম্ন আয়ের হতদরিদ্র ঘরবন্ধি মানুষের দিন কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। এমন সময়ে কোনো দুস্থ-দরিদ্ররা যেন অনাহারে না থাকে, বিশেষ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার উপর সাতাইন এলাকায় দরিদ্রতার পীড়িতে কেউ যেনো অনাহারে না থাকে, সেই পদক্ষেপ নিয়ে দুবাই প্রবাসী নূর আহমদের উদ্যোগে প্রথম ধাপে প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন নূর আহমদের পুত্র পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আহমদ।
১৩ এপ্রিল (সোমবার) খাদ্য সামগ্রী বিতরণে শিক্ষানুরাগী মঞ্জুর আহমদ বলেন- ১ম ধাপে আমরা ১০০ পরিবারে খাদ্য সামগ্রী দিতে সক্ষম হয়েছি। পরবর্তীতে যারা দরিদ্রতায় পড়ে জীবিকা নির্বাহে বিপাকে আছে, তাদেরকে চিহ্নিত করে তাদের প্রতি সহায়তার হাত বাড়াবো ইনশাআল্লাহ।
তিনি বলেন নিজ নিজ স্থান থেকে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে, তাহলে হতদরিদ্ররা খাদ্য সংকটে পড়তো না। তিনি পরিশেষে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।