শুধু ফোন করলেই আমাদের র্যাব বাহিনী আপনার ঘরে খাবার পৌঁছে দেবে; কর্নেল সারওয়ার
1 min readইয়াছিন আরফাত,চাট্টগ্রাম সিটি প্রতিনিধি।।
পরিচালক লে. ক’র্নেল সারওয়ার বিন কাশেম। বৃহস্পতিবার রাতে গ’ণমাধ্যমে পাঠানো এক ভিডিও বা’র্তায় তিনি এই আ’হ্বান জানান। দেশে ক’রোনা প’রিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সবাইকে ঘরে থাকার আ’হ্বান জানিয়েছেন র্যা’পিড অ্যা’কশন ব্যা’টালিয়নের (র্যাব) আইন ও গণ’মাধ্যম শাখার
তাছাড়া পণ্যের মূল্য নিয়ন্ত্রণে আমরা মোবাইল কো’র্ট বসিয়েছি। কারণ ছাড়া ঘর থেকে বের হওয়া বন্ধে জরিমানাও করছি। সারওয়ার বলেন, ‘আমরা সাধারণ জনগণের পাশে দাঁড়াতে চাই, এজন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
ত্রাণ হিসেবে প্রতিদিন প্রচুর খাদ্যসামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি ক’রোনা একটি বৈশ্বিক রোগ উ’ল্লেখ করে র্যাবের এই কর্মকর্তা বলেন,
সারা দুনিয়ায় প্রায় ১৫ লাখ মানুষ এই রোগে আ-ক্রা-ন্ত হয়েছেন। বাংলাদেশে এখন প’র্যন্ত এই রোগে ৮০৩ জন আ-ক্রা-ন্ত হয়েযছেন। আর মারা গেছেন ৩৯ জন।-
আপনাদের এখন একটাই নিরাপদ জায়গা সেটা হলো ঘরে থাকা। করোনার এই সময়ে যেকোন সাহায্য সহযোগিতায় র্যাব আপনাদের পাশে আছে। আমাদের কলও করতে পারেন, আমরা আপনাদের কাছে ত্রাণ পৌঁছে দেবো। আ’ইনশৃঙ্খলা বাহিনী স’র্বাত্ম-ক চেষ্টা করে যা’চ্ছে, এই রোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি এবং জনগণকে সা’হায্য করতে পারি।
ক’র্মকর্তা বলেন, ফেসবুকে কিছু কুচক্রি মহল করোনা ইস্যুতে নানা ধরনের গু-জ-ব সৃষ্টি করছে। এতে জনমনে আ-ত-ঙ্ক সৃষ্টি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে।
এই ধরনের আ-ত-ঙ্ক এবং গু-জ-ব সৃষ্টির অভিযোগে আমরা এখন পর্যন্ত ১০ জনকে গ্রে-প্তার করেছি।’ করোনায় গু-জ-ব প্র’সঙ্গে র্যা’বের এই প্রায় অর্ধ’শতাধিক মানুষকে আমরা নজরদারিতে রেখেছি। যারা মিথ্যা গু-জব ছড়াচ্ছেন তাদেরকে আমরা বারবার স’তর্ক করেছি।