শাহজালাল সমবায় সমিতি’র সহযোগিতায় বিয়ানীবাজারে বিশটি ডাস্টবিনের উদ্বোধন
1 min readএম,এবাদুর রহমান খান।।
বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে ও শাহজালাল সমবায় সমিতি’র আর্থিক সহযোগিতায় ২০ টি ডাস্টবিন আজ (১৩ এপ্রিল) সোমবার সকাল ১১ঃ৩০ ঘটিকায় পৌরসভা কার্যালয়ে উদ্বোধন করেন পৌর মেয়র মোঃআব্দুস শুকুর।
উদ্বোধন শেষে মেয়র মোঃআব্দুস শুকুর পৌর শহরের উত্তর বিয়ানীবাজার,দক্ষিণ বিয়ানীবাজার ও প্রমথ নাথ রোডের গুরুত্বপূর্ণ স্হানে নতুন ডাস্টবিন স্হাপন করেন। শাহজালাল সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মোঃ আব্দুল মন্টু’র এই দান পৌর শহরের পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বড় ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতায় এ শহর হবে নান্দনিক।পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ” বাস্তবায়নে ব্যবসায়ীদের নির্দিষ্ট স্হানে ময়লা ফেলতে ও করোনা ভাইরাস (কভিড নাইনটিন) মোকাবেলায় সচেতন থাকার পরামর্শ দেন পৌর মেয়র মোঃআব্দুস শুকুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন,শাাহজালাল সমবায় সমিতির পরিচালক, ডাস্টবিন দাতা আব্দুল মান্নান মিন্টু, প্যানেল মেয়র ০২ নাজিম উদ্দিন, কাউন্সিলর শাহাব উদ্দিন,মিছবাহ উদ্দিন,পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যণার্জী, উপ-প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস,নকশাকার আশরাফুল আলম সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।