মধুপুরে এক জন করোনা রোগী সনাক্ত
1 min readশুভ চৌহান, মধুপুর প্রতিনিধি :: মধুপুর উপজেলার অরোণখোলা ইউনিয়ন এর কাকরাইদ ফরেস্ট অফিসের পিছনে গোবদীয়া নামক স্হানে একজন করোনা রুগি সনাক্ত করাহয়,এ ব্যাপারে
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রুবিনা আক্তার জানান, আজ রবিবার (১২ এপ্রিল) সকালে ৯টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ১টি করোনা পজেটিভ হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার অরণখোলা ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা। এসময় তিনি জানান, উপসর্গ দেখার পর থেকেই ঐ এলাকা লকডাউন করা হয়েছে। এখন পরিধি বাড়ানো হবে।