বালু খেকোদের ড্রেজার পুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন
1 min readজুবায়ের শরিফ, দোহার প্রতিনিধি :: দোহারে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা।
রোববার দুপুরে করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্য যাওয়ার পথে বটিয়া খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি লক্ষ্য করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। তাদেরকে দেখে বালু কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যায়।
তৎক্ষণাৎ অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি পুড়িয়ে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা।
এলাকাবাসী জানান, অবৈধ ড্রেজারটির মালিক ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক আওলাদ হোসেনের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, আমরা দোহারবাসীর কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে কারও সুপারিশে আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না। মাননীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশনা রয়েছে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।