নুর মোহাম্মদ ছিদ্দিকীকে হারিয়ে পৌরবাসী অভিবাবক হারালেন-আলমগীর আলম
1 min readসেলিম চৌধুরী।।
পটিয়া পৌরসভার ৮ নং ওর্য়াডের কৃতি সন্তান এক সময়ের পটিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী,যার নামে পটিয়া কামাল বাজার প্রতিষ্ঠিত নামকরা সমাজ সেবক মরহুম কামাল উদ্দিন কোম্পানির বড় সন্তান ত্যাগি আওয়ামীলীগ নেতা ও পটিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ ছিদ্দিকী আর আমাদের মাঝে নেই।
তিনি পটিয়া পৌরসভার আওয়ামী রাজনীতি, মুক্তিযুদ্ধের সংগঠক,চট্টগ্রামের বিভিন্ন সংগঠন এবং পটিয়া অর্নিবানের প্রতিষ্ঠাতাসহ অসখ্যা সংগঠনের দায়িত্ব পালনকালীন সময়ে আমি মরহুমের অনেক কাছে যাওয়ার সুযোগ হয়েছিলো।ওনার ব্যাক্তি জীবনে তিনি একজন সাদা মনের মানুষ এবং সৌখিনতার মাধ্যমে মানুষের উপকার করতে সব সময় সৌরব হয়ে চলতে দেখেছি।সম্মানের দিক দিয়ে তিনি একজন সমাজের মর্যদাসম্পন্ন দায়িত্বশীল মানুষ। খাওয়া দাওয়া ও রুচিশীল,এমন কি রাজনৈতিক আবেগ ছিল আপোষহীন। পটিয়া পৌরবাসী একজন সমাজ সেবক দায়িত্বশীল অভিবাবককে হারালেন। তার এ শূন্যতা কখনো পূরন হবার মত নয়।আমাকে তিনি অনেক ভালবাসতেন, আদর করতেন।একদিন তিনি আমাকে নিয়ে চট্টগ্রাম শহরে তার ভাই বর্তমান বাংলাদেশ সরকারের মাদক দ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের মহা পরিচালক ও সিনিয়র সচিব তৎকালীন সচিব শ্রদ্ধেয় জামাল উদ্দিন আহমদের বাসায় যান সেখানে দুপুরের খাবারের সময় যখন সচিব মহোদয় বড় ভাই নুর মোহাম্মদ ছিদ্দিকীকে আপ্যায়ন করেন তখন নুর মোহাম্মদ ছিদ্দিকী সাহেব সচিব সাহেবকে বলেন আমাকে না আলমগীরকে আপ্যায়ন করো এতেই আমি অনেক খুশি হবোতখন সচিব সাহেব চেয়ার হতে উঠে এসে আমাকে আপ্যায়ন করলে আমি দাড়িয়ে যাই। সে দিনের স্মৃতি আমি আজ ও ভুলতে পারছি না।কেমন হৃদয়বান মানুষ হলেই আমি একজন গরীব পরিবারের সন্তানকে এভাবেই সম্মানিত করে।আজ তিনি নেই আসবে না আর কখনো ফিরে আমাদের মাঝে চলে গেলেন না ফেরার দেশে। হয়ত আজ আল্লাহর ডাক পড়েছে সে মহান ব্যক্তিটি আমাদের ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আমি মরহুম নুর মোহাম্মদ সিদ্দিকীর রুহের মাগফেরাত কামনা করছি। কিন্তু মহান ব্যক্তিটি আমাদের একজন প্রকৃত অভিভাবক ছিলেন সমাজে এবং পটিয়ায়। যখন তিনি অনেক অসুস্থ ছিলেন কয়েকবার বাসায় গিয়েছি দেখতে তিনি শুধু চেয়ে থাকতেন আমার দিকে” কিছুই বলতে পারতো না।আজ আমি অনেক শুকাহত মৃত্যুর সংবাদটি শুনেই হতবাক হয়ে গেছি দোয়া করছি মহান আল্লাহ যেন আমার এ প্রিয় অভিবাবককেবেহেস্ত নসিব দান করুক আমিন। এদিকে
দৈনিক জনতা পটিয়া উপজেলা পাঠক ফোরাম সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার খোরশেদ আলম , দৈনিক জনতা পটিয়া ও চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী পটিয়া পৌরসভা আওয়ামীলীগের সফল সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নুর মোহাম্মদ সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের দান করুক আমিন।