নিষেধাজ্ঞা না মেনে ঘোরাঘুরি, তিন যুবক গ্রেফতার
1 min read
ইয়াছিন আরফাত,চট্টগ্রাম।।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যার পর ঘোরাঘুরির সময় তিন যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ রোববার (১২ এপ্রিল) রাতে নগরীর এনায়েত বাজার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজন হলেন- শাহীন ইসলাম (২২), মো. ইলিয়াছ (২০) এবং মো. আলভী (২০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সীমান্তের আহব্বানকে বলেন, ‘সন্ধ্যার পর তিনজন মোটর সাইকেলে চড়ে ঘোরাঘুরি করছিল। এনায়েত বাজার মোড়ে পুলিশ দেখে পালানোর সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দায়ের হয়েছে।’