গোয়াইনঘাটে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত
1 min readআবু তালহা তোফায়েল :: ১৩ এপ্রিল (সোমবার) গোয়াইনঘাট উপজেলা বিএনপির সার্বিক তত্বাবধানে উপজেলার ফতেহপুর ইউনিয়নে ইউনিয়ন আহ্বায়ক কমিটির উদ্যোগে অসহায় নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুল হাকিম চৌধুরী।
করোনাভাইরাস (কভিড-১৯) সাধারণ ছুটিতে পুরো দেশ শুধু নয় গোটা বিশ্ববাসী। নিম্ন আয়ের হতদরিদ্র ঘরবন্ধি মানুষের দিন কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। এমন সময়ে কোনো দুস্থ-দরিদ্ররা যেন অনাহারে না থাকে, সেই পদক্ষেপ নিয়ে উপজেলা বিএনপি বিগত কয়েকদিন থেকে গোয়াইনঘাটের বিভিন্ন ইউনিয়নে ত্রাণ ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এরি ধারাবাহিকতা আজ উপজেলার ফতেহপুর ইউনিয়নে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান, সদস্য জসিম উদ্দিন, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ফতেহপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. নাজিম উদ্দীন, সদস্য সামছ উদ্দীন, মুন্সি বিলাল আহমদ, মীর হোসেন আমির (মেম্বার), সোয়াব আলী (মেম্বার), হাজী ইসলাম উদ্দিন (মেম্বার), মঈনুদ্দিন, আব্দুর রহিম তারা মিয়া, লোকমান, ময়না মিয়া, বদরুল মেম্বার, ছাত্রনেতা হারুনুর রশিদ, কামাল উদ্দিন, নাজিম উদ্দীন, সুমন, আলিম উদ্দিন, গিয়াস রানা, আব্দুল ওয়াদুদ প্রমুখ।