কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

1 min read
করোনা উপসর্গে মৃত্যু

জুবায়ের শরিফ :: রোববার বিকেল সাড়ে ৫ টায় করোনা উপসর্গ (জ্বর, কাশি ও ঠান্ডা) নিয়ে কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা থেকে সুলতান (৬৫) নামের এক ব্যাক্তি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ডের) জরুরি বিভাগে ভর্তি হলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্য হয় ।

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন বলেন, আমরা শুনেছি দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা /ইমাম বাড়ি এলাকার এক লোক করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তবে বিষয় টি মিটফোর্ড হাসপাতালে হওয়ায় আমরা নিশ্চিত না সে করোনায় মারা গেছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.