করোনা থেকে সাবধান (কবিতা) - Shimanterahban24
June 9, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

করোনা থেকে সাবধান (কবিতা)

1 min read

[ইব্রাহিম হোসেন]

হুঁশিয়ার সাবধান দেশবাসী জনগণ,
বাড়তেই আছে দেশে যে করোনার আক্রমণ ।

জন্ম নিলে হবে ভবে নিশ্চিত মৃত্যু মরণ,
সর্তকতা থাকতে কভু নেইতো, নেইতো, নেইতো বারণ ।

জন্ম নিলে যেতেই হবে ঐ বিধাতার ডাকে,
ইচ্ছা করে মরলে বলে আত্মহত্যা তাকে ।

আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি,
বাইরে ডাকে করোনাতে দিয়ে হাত ছানি ।

বাইরে যাওয়াই আত্মহত্যা করারই সমান ,
লক ডাউনে থাকো সবে থাকো সাবধান ।

আর যেও না বাইরে কেহ লকডাউনে থাকো ,
নিজের লাভ দেশের লাভ মাস্কে মুখটা ঢাকো ।

বাইরে যদি যেতেই হয় অতি অতি প্রয়োজনে,
মুখে মাস্ক হ্যান্ডগ্লাভস পড়ে যাও সাবধানে ।

জনে জনে দূরত্ব বজায় রাখ তবে ,
তিন থেকে তেরো ফিট দূরে থাকো সবে ।

আমার দেশের দেশের নেত্রীর কথা মেনে চলো,
ঘরে বসে প্রার্থনাতে আল্লাহ আল্লাহ বলো ।

আল্লাহ যদি চাহেন তবে হবেই সমাধান ,
দূর করে দাও আল্লাহ কর ব্যাধির অবসান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.