করোনায় মলিন এবারের বাংলা নববর্ষ
1 min readইয়াছিন আরফাত :: বাংলা নববর্ষকে আমরা বিভিন্নভাবে বরণ করি। কিন্তু এবারের বর্ষবরণে নেই কোন আয়োজন। নেই কোন আনন্দ। সরকারি, বেসরকারি সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের কারণে। করোনায় মলিন হয়ে গেছে এবারের বাংলা নববর্ষ।
সারাবিশ্বের ন্যায় আমাদের দেশেও করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। ১৫ লাখ ছাড়িয়েছে আক্রান্তের হার, মৃত্যু লক্ষাধিক। কোথায় এর সমাপ্তি কেউ জানেনা। আবিষ্কৃত হয়নি এই প্রাণঘাতী ভাইরাস নির্মূলের কোন টিকা।
এরপরও নববর্ষ সম্পর্কে কিছুটা আলোকপাত করার চেষ্টা করবো। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতির অঙ্গ। জানা যায়, হিজরী সনকে ভিত্তি করেই বাংলা সনের উৎপত্তি হয়েছে। মুঘল শাসনামলে সম্রাট আকবর তার সভা জ্যোতিষী আমীর ফতেহউল্লাহ সিরাজীর পরামর্শে হিজরী ৯৬৩ সনকে বাংলা ৯৬৩ সন ধরে বছর গণনার নির্দেশ দেন। সূচনা করেন বাংলা নববর্ষ উদযাপনের।
প্রতিটি পয়লা বৈশাখেই বাংলা নতুন বছরের শুভারম্ভ হয়। এদিন বিভিন্ন সংগঠন, সরকারি, বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। উৎসবমুখর একটি পরিবেশ বজায়।