আল্লাহ আমাদের করোনাভাইরাস থেকে রক্ষা করুন; আব্দুল আওয়াল
1 min readসেলিম চৌধুরী, পটিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের পটিয়া পৌর সদর ১ নং ওয়ার্ড এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক উদীয়মান যুবনেতা নেতা মীর আবদুল আওয়াল বলেছেন,করোনাভাইরাস কে ভয় নয় সচেতনতা যথেষ্ট। সরকারের নিয়ম ও ডাক্তারের পরামর্শ গ্রহণ করলে এ ভয়ানক ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। আপনারা সচেতন থাকুন ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন।
পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় এাণ নিয়ে যে রাজনীতি চলছে তা কাম্য নয়। বিপদে মানুষের পাশে থাকায় সে প্রকৃত মানুষ। জনগণের স্বার্থে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতেহবে।এর ধারাবাহিকতা সচেতনতা মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মহামারিকরোনাভাইরাস মোকাবেলা করতে হবে। করোনা একটি ঘাতক রোগ। এটি এসেছে চীন দেশে প্রথমে। তারপর ইতালী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন আরও অনেক দেশে। এবার শীতশেষে বসন্তে এসেছে মাতৃভুমি বাংলাদেশে। এই আতংকে আমরা সবাই আরো বেশী আতংকে ভিন দেশী আত্মীয় বন্ধুদের জন্য। লক্ষ লক্ষ লোক প্রাণ হারাচ্ছে এবং অন্যরাও আক্রান্ত। জানিনা আর কত কত মানুষ প্রাণ হারাবে। আমাদের দেশে এসেছে বসন্তের শেষের দিকে। যে সময় প্রকৃতি সেজে ওঠে কিন্তু এবারের বসন্ত আর উপভোগ্য হল না। তাই বলতে হচ্ছে বসন্ত শুধু ভরা ফুলের মেলা নয়, ঝরা ফুলেরও কবরস্থান । আর কতদিন গৃহবন্দি হয়ে থাকতে হবে এক মাত্র আল্ললাহ জানেন। আল্লাহ নিকট আকুল আবেদন আমাদের অর্থাৎ সমগ্র বিশ্ববাসীকে এই করোনার হাত থেকে অন্তত মুক্তি দাও। সমাজের সকল মানুষকে বুজবার তৌফিক দান করুক আমিন আল্ললা আমাদের সকলের গুনাহ।