আবার দেখা হবে
1 min read[মহিউদ্দিন খান সুজন]
কেউ মনে করিওনা পর হয়েছি
বলে,
হোম কোয়ারেইন্টাইন সময়ে
দেখা হচ্ছেনা কোন প্রিয় জনের
সাথে,
তাতে মন খারাপের কি আছে?
মন চাই আগের মত আড্ডা দিতে
কিন্তু হয়না দেখা করোনার ভয়ে,
কারো সাথে।
হে প্রিয় নিরাশ হয়োনা ”
যদি আল্লাহ বাচায় রাখে!
আবার দেখা হবে মৃত্যুর মিছিল
শেষে!
থাকব আমরা সবাই নিরাপদে
হোম কোয়ারেইন্টাইন সময়ে।
তোমাদের জন্য অজস্র
ভালোবাসা
থাকবে হৃদয়ের গহীনে
আবার দেখা হবে
মৃত্যুর মিছিল শেষে।
মিস করতেছি সবাইকে।
হোম কোয়ারেইন্টাইন সময়ে।
একদিন সকাল হবে আমাদের
ঘুম ভাংবে,
আর থাকতে হবেনা মহামারীর
ভয়ে।
সেদিন দেখা হবে
প্রিয়জনদের সাথে
যে দিন করোনা বিদায় নিবে
আমাদের জয় হবে=-
হোম কোয়ারেইন্টাইন সময়ে।
এ অবসর সময়ে কখনও মন
ছুটে যাই ”
প্রিয় জনদের সাথে ঘুরা ঘুরি
করতে,
কি করে ঘুরব দেশতো লক
ডাউনে আছে।
দেশ ও জাতির স্বার্থে
নিজেকে ভালো রাখতে
সরকারি নিময়নিতি মেনে চলতে
হবে।
সবাই ঘরে থাকো এমন আশা
~ রইল মনে।
হোমকোয়ারেন্টাইন সময়ে৷
জানি অনেকে অনেক কিছু নিয়ে
ব্যস্ত হয়ে পড়ে
আমার আজকের
হোমকোয়ারেইন্টাইন সময় টা
পার করলাম।
প্রিয় জনের উদ্দেশ্যে কবিতা
লিখে।
আশা করি সবাই ভালো আছ
হাসি মুখে
এসময়ে একে অপরকে
ক্ষমাকরো কুমল মনে
হৃদয়ের গহীন থেকে,
ভলো মন্দ সব মানঅভিমান মুছে,
জানিনা হে প্রিয় কখন মৃত্যু
আসে সাড়াদে।
করোনা নামের বিশ্বব্যাপি
ভ্রমনকারী ভাইরাসে
হোম কোয়ারেইন্টাইন সময়ে।
আর ক্ষমা চাওয়ার সময় পাবনা
যদি পড়ে যাই করোনার হাতে
আজ দেখা হচ্ছেনা অনেকদিন
ধরে
দূরত্ব বজায় রাখো।
প্রিয় জন তোমাদের ভালো
হবে।
আবার দেখা হবে করোনা শেষ
হলে।
ক্ষমা করে দিও মোরে
যদি এ করোনা এসে থাবা মারে,
হোম কোয়ারেইন্টাইন সময়ে।