“সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়” ষড়যন্ত্রর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে; কাউন্সিলর আব্দুল খালেক
1 min readপটিয়া প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক বলেছেন এাণ নিয়ে এলাকায় যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। আমার এলাকার বেশিরভাগ লোক দিনমজুর তাদের করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে আমি দিনরাত কাজ করে যাচ্ছি।
তাদের এাণ নিয়ে ষড়যন্ত্র অপপ্রচার চালাচ্ছে একটি মহল, সাধারণ জনগণ বুঝতে পারছেন তাদের ভাগ্য নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমিও প্রস্তুত যে কোন ষড়যন্ত্র অপপ্রচার মোকাবেলা করে এলাকার গরীব, দুঃখী দরিদ্র , মেহনতী, অসহায় দিনমজুর মানুষের অধিকার আদায়ের সচেষ্ট রয়েছি। তিনি এলাকার জনগণকে ধৈর্য ধারণ করার আহবান জানিয়ে বলেন, প্রতিদিনই সকালে উঠে পরিস্থিতি অবনতির খবর শুনতে হচ্ছে। শঙ্কা হয়, দেশ যেন তেমন বিপর্যয়ের মুখোমুখি না হয়, যেখানে করোনা পরবর্তী সময়ে অসংখ্য কর্মসংস্থানের অভাব দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মুল্যায়নে ভয়ঙ্কর কোভিড-১৯ সংক্রমণের চার ধাপের তৃতীয় ধাপে প্রবেশ করেছে বাংলাদেশ। মৃত ও শনাক্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে লকডাউন এলাকার সংখ্যা। কারণ চতুর্থ ধথাপ অর্থাৎ মহামারির ভয়াবহ পর্যায়ের ব্যাপক সংক্রমণ ও ব্যাপক মৃত্যু ঠেকাতে লকডাউন অনিবার্য পদ্ধতি দুর্ভাগ্য জনকভাবে দেশ যদি চতুর্থ ধাপে পৌঁছে যায়, তবে আমাদের মতো সীমিত স্বাস্থ্য সেবা ব্যবস্থার দেশে করোনা মহামারি ঠেকানো দুঃসাধ্য হয়ে পড়বে। কাজেই সরকারকে কঠোর হাতে পরিস্থিতি সামাল দিতে হবে। যার সহযোদ্ধা হিসেবে গোটা আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যসেবা খাত, গণমাধ্যম ও দেশবাসীকে চালিয়ে যেতে হবে। এই বৈশ্বিক মহামারি মোকাবিলার পাশাপাশি যে বিষয়ের প্রতি সরকারকে অধিক মনোযোগ বাড়াতে হবে তা হলো-করোনা পরবর্তী সময়ে কর্মসংস্থানের ব্যবস্থা রাখা। যে লোকগুলো আজ করোনা সংক্রমণ রোধে সরকারের উপদেশ মানতে, মানুষের সংস্পর্শ এড়াতে ঘরবন্দি অবস্থায় আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের কর্মসংস্থান নিশ্চিত রাখা বড় ইস্যু। সরকারকে প্রনোদনা দিয়ে হলেও এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো-এই সময় কৃষি খাতকে সচল রাখতে অধিক মনোযোগ বাড়াতে হবে। যা থেকে আমাদের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করা সম্ভব। মনে রাখতে হবে, আমাদের বিশাল রেমিট্যান্সের ঘাটতিকে সামাল না দিতে পারলেও অন্ততপক্ষে না খেয়ে মরার হাত থেকে রক্ষা করবে এই কৃষি।
আল্লাহ আমাদের সকলকে বুজবার তৌফিক দান করুক আমিন।