লাকসাম দৌলতগঞ্জ বাজারে সব দোকান-পাট ৬টা থেকে ১২ টা পর্যন্ত খোলা থাকবে
1 min readমোঃ রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা প্রতিনিধি)।।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ ১১ এপ্রিল হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লাকসামের সকল হাট-বাজার ও দোকানসমূহের জন্য নিম্নরূপ সিদ্ধান্ত নেয়া হলোঃ
১। সকল হাট-বাজার সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।
২। সকল মুদি দোকান,কাঁচাবাজার, ফলের দোকান, মাছ -মাংসের দোকান,সার,পশু ও মাছের খাদ্যের দোকান সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল হতে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।
৩।মালামাল লোড -অানলোড এই সময়ের মধ্যেই করতে হবে। সিএনজি, অটোরিকশা, মিশুক প্রভূতি যানবাহনে মালামাল লোড করা যাবে না।
৪।অন্যান্য সকল ধরনের দোকান বন্ধ থাকবে।
৫। ঔষুধের দোকান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।সকল হাসপাতাল সংলগ্ন ঔষুধের দোকান প্রয়োজন অনুসারে খোলা থাকবে।
৬। ফুটপাতে কোন দোকান বসানো যাবে না। ভ্যানে করে কোন খাদ্য পণ্য বা কাঁচাবাজার অথবা ফলের দোকান স্থির অবস্থায় এক জায়গায় থাকবে না,ভ্রাম্যমাণ অবস্থায় প্রত্যেক পাড়া/ মহল্লা/ওয়ার্ডে পরিচালনা করতে পারবেন।
৭। বেকারি ও অন্যান্য খাদ্য পণ্য উৎপাদন প্রতিষ্ঠান যথাযথ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য নির্দেশিকা মেনে উৎপাদন অব্যাহত রাখতে পারবেন।
৮। সকল রেস্টুরেন্ট, খাবার হোটেল,চায়ের দোকান,কনফেকশনারি ও ফাস্টফুডের দোকান বন্ধ থাকবে।
লক ডাউন আইন মেনে চলুন
দয়া করে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিজে বাচুন অন্যকে বাচার সুযোগ করে দিন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না।