যশোরে একজন করোনা ভাইরাস আক্রান্ত
1 min readসাদ ইমাম, যশোর জেলা প্রতিনিধি।।
যশোরের প্রথম ব্যক্তি হিসাবে যশোরের মনিরামপুর উপজেলাতে একজন করোনা সনাক্ত হয়েছে। জানা যায় আক্রান্ত ব্যাক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন স্বাস্থ্য সহকারী । তার বয়স আনুমানিক ৩৩ বছর। ওই স্বাস্থ্য সহকারী ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে গিয়ে শিশুদের টিকাদান (আইপিই) কাজে নিয়োজিত ছিলেন।
রোববার ওই আক্রান্ত ব্যাক্তির নমুনা পরীক্ষার পজিটিভ ফল যশোরের সিভিল সার্জনকে জানানো হয়েছে।
আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী বর্তমানে মনিরামপুর উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। তাঁকে যশোরের হাসপাতালের করোনা চিকিৎসা ইউনিটে নেওয়ার প্রক্রিয়া চলছে। যেসব চিকিৎসক তাঁকে চিকিৎসাসেবা দিয়েছেন এবং তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে কোয়ারেন্টিনে রাখাসহ এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে।
প্রশাসনের পক্ষ হতে সবাইকে সাবধনতা অবলম্বন করতে বলা হয়েছে । নিজ নিজ ঘরে অবস্থান করতে বলা হয়েছে ।